ফের নতুন করে ভয় দেখাচ্ছে মারণ ভাইরাস করোনা। আবার লাফিয়ে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯৫০ পার হয়েছে Story: Anup Chakraborty।
2/ 7
গতকাল করোনা সংক্রমিত হয়েছিলেন ৫৫১ জন, কিন্তু উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় তা বেড়ে প্রায় দ্বিগুণ হল। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৯৫৪ জন।
3/ 7
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৩৮৮ জনই কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৬৬ জন।
4/ 7
গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পং ছাড়া রাজ্যের সমস্ত জেলা থেকেই করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, ফলে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ২৬, ৪৭৭। পজিটিভিটি রেট ৯.৯২ শতাংশ।
5/ 7
বর্তমানে অ্যাকটিভ কেস ৪৭৫৯। হাসপাতালে ভরতি রয়েছেন ১৯৪ জন। তবে একদিনে করোনা প্রাণ কাড়েনি। ফলে মোট মৃতের সংখ্যা ২১৬। মৃত্যু হার ১.০৫ শতাংশ।
6/ 7
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৭৫ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২০,০০,৫০২। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।
7/ 7
গত ২৬ দিনে উত্তর ২৪ পরগনার ২৬টি পুরসভায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৯৯, বিধাননগরে করোনা সংক্রমিত ৪৫৭।