Mamata E-Scooter: ববির পিছনের সিটে নয়, নিজেই স্কুটি চালিয়ে নবান্ন থেকে রওনা দিলেন মমতা
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই স্কুটি চালিয়ে নবান্ন থেকে রওনা দেন।
1/ 6


*ভোটের আগে অভিনব এক প্রতিবাদ দেখল রাজ্যের মানুষ। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সোমরাজ বন্দ্যোপাধ্যায়।
2/ 6


*নবান্নে যাওয়ার সময় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের স্কুটিতে বসেই গিয়েছিলেন, কিন্তু ফেরার সময় দেখা গেল এক্কেবারে অন্য এক ছবি।
3/ 6


*এ দিন বিকেল ৫ টা নাগাদ মুখ্যমন্ত্রী বেরোন নবান্ন থেক। তাঁর হুশিয়ারি, কাল থেকে আরও ব্যাপক আন্দোলন হবে।
4/ 6


*নবান্নের ১৪ তোলা থেকে নেমে সটান চালকের আসনে বসেন মমতা। পাশে হেলমেট পরেই হাঁটতে দেখা যায় বিদায়ী মেয়রকে।
5/ 6


*যদিও বাড়ি পর্যন্ত পুরো রাস্তা একা ই-স্কুটার চালাতে দেখা যায়নি তাঁকে। হুগলি ব্রিজে ওঠার মুখে ই-স্কুটির চালকের আসন ছেড়ে দেন মমতা। ব্রিজ পেরিয়ে তাঁকে নিয়ে আসেন ফিরহাদ হাকিম।