1/ 5


মাছ ছাড়া বাঙালির মুখে ভাত রোচে না, এবার কি সেই মাছেও বাসা বাধল করোনা ? সম্প্রতি এমনটাই দাবি করেছে চিন। কলকাতা থেকে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে মিলেছে করোনাভাইরাস, দাবি চিনের।
2/ 5


কলকাতার একটি সংস্থা থেকে চিনে পাঠানো ফ্রোজেন মাছের প্যাকেটে করোনাভাইরাসের হদিশ মিলতেই কলকাতায় অবস্থিত সেই ভারতীয় সংস্থার থেকে সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি করা স্থগিত করে চিন।
3/ 5


চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, আইন অনুযায়ী কলকাতার সেই সংস্থার সঙ্গে এক সপ্তাহের জন্য খাদ্যপণ্য আমদানি বন্ধ রাখছে চিন। জানা যায়, ৩ টি মাছের প্যাকেটে ছিল করোনাভাইরাস।
4/ 5


ওই মাছ আমদানির সঙ্গে যে-সমস্ত কর্মী জড়িত ছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। চিনের সংবাদমাধ্যমের অবশভ দাবি, এই প্রথমবার নয়, এর আগেও ভারত থেকে আমদানি করা মাছে মিলেছে করোনার জীবাণু।