

আরব সাগরে নিম্নচাপ এর ভ্রুকুটি। সপ্তাহান্তে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আরব সাগরে। এর জেরেই হওয়ার দিক পরিবর্তনের সম্ভাবনা। উত্তর-পশ্চিম শীতল হাওয়ায় বাধা। তার জেরেই রাজ্যে শীতের আমেজে ধাক্কা। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। কলকাতা সহ রাজ্যে কিছুটা হলেও কমছে শীতের আমেজ।


জাঁকিয়ে শীত না হলেও সকাল-সন্ধ্যা শীতের আমেজ বেশ ভালই অনুভূতি হচ্ছিল গত কয়েকদিন। কলকাতা সহ রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। ১৮ ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার পারদ। পুরুলিয়া পানাগড়-এ ১৪ ডিগ্রি ছুঁয়েছিল তাপমাত্রা । রাজ্যজুড়ে যে শীতের আমেজ অনুভূত হচ্ছিল তাতে কিছুটা ধাক্কা।


দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার সম্ভাবনা। শীতের আমেজও কমবে কলকাতায়। আগামী কয়েকদিন রাজ্যে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজ সকাল-সন্ধ্যায় থাকবে। মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় । কলকাতা সহ দক্ষিণের জেলায় খুবই হালকা কুয়াশা থাকবে সকালের দিকে৷ পরে পরিষ্কার আকাশ থাকবে৷ আগামী কয়েক দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।


দক্ষিণ-পূর্ব আরব সাগরে আগামী শনিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ প্রভাব ফেলবে সংলগ্ন ভারত মহাসাগরেও। সাগরেই আরো শক্তিশালী রূপ নিতে পারে এই নিম্নচাপ। এর ফলে দক্ষিণা বাতাস সক্রিয় হতে পারে। নিম্নচাপের অভিমুখে দক্ষিণা বাতাস সক্রিয় হলে বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। উত্তর-পশ্চিম হওয়া রাজ্যে না আসতে পারায় শীতের আমেজে কিছুটা ধাক্কা হতে পারে।


গত এক সপ্তাহেরও বেশি সময় উত্তর-পশ্চিম হওয়ায় কোনো বাধা ছিল না। তাই রাজ্যজুড়ে শীতের আমেজ অব্যাহত ছিল। কলকাতাসহ জেলায় সকাল-সন্ধ্যা শীতবস্ত্র গায়ে রাখতে হচ্ছিল বাসিন্দাদের। সেই আমেজে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়াতে পারে এই নিম্নচাপ। এমনটাই অভিমত আবহাওয়াবিদদের।


বুধবার জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ,ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা ,চন্ডিগড় ও দিল্লিতে।


ঘন কুয়াশা উড়িষ্যা ,আসাম ও মেঘালয়ে। ২০০ মিটারের কমে নেমে আসবে দৃশ্যমানতা। মাঝারি কুয়াশা বিহার ,ঝাড়খন্ড ,সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।