1/ 4


পূর্বনির্ধারিত ছিল না। তবু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি ভবনে এলেন নরেন্দ্র মোদি। ঘুরে দেখলেন সংগ্রহশালা। নেতাজি প্রপৌত্র চন্দ্র বসু বলছিলেন লালবাহাদুর শাস্ত্রীর পর নরেন্দ্র মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ২৩ জানুয়ারি কলকাতায় এলেন। আরও বিশেষ ভাবে বললে নেতাজি ভবনে পদার্পণ করলেন। কতটা ঠিক চন্দ্র বসুর দেওয়া তথ্য? প্রশ্ন ঘুরতে শুরু করল তখনই। সমস্ত ছবি ট্যুইটার থেকে নেওয়া।
2/ 4


এ কথা ঠিকই যে, ১৯৬৫ তাসখন্দে যাওয়ার আগে লালবাহাদুর শাস্ত্রী এসেছিলেন কলকাতায়। দিনটা ছিল ২৩ জানুয়ারি যদিও তিনি নেতাজি ভবনে আসেননি। তবে তথ্য বলছে এর আগে পরে বহু প্রধানমন্ত্রীর পা পড়েছে নেতাজির বাসভবনে।