জরুরি ভিত্তিতে কাজ করে কলকাতার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি করল সিইএসসি৷
2/ 4
সংস্থা সূত্রে খবর কলকাতা এবং সংলগ্ন এলাকার বেশ কিছু জায়গায় পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷ সিইএসসি সূত্রে খবর, যাদবপুর, মুকুন্দপুর, পাটুলি, রিজেন্ট এস্টেট, সেলিমপুর, এনএসসি বোস রোড, বেহালা চৌরাস্তার মতো এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরেছে৷
3/ 4
সংস্থার তরফে ট্যুইট করেও দাবি করা হয়েছে, গত তিন দিনে সংস্থার ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে ৮৫ শতাংশেরই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়েছে৷ বাকি গ্রাহকদের ক্ষেত্রেও দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে৷
4/ 4
লকডাউনের কারণে কর্মী সঙ্কটের জন্যই সংস্থার পক্ষে পরিষেবা স্বাভাবিক করতে দেরি হচ্ছে বলে দাবি করেছিল সিইএসসি৷ যদিও রাজ্য সরকারের তরফে চাপ বাড়ানোর পরেই পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে আরও তৎপর হয় সিইএসসি৷ সংস্থার তরফে আশ্বাস দেওয়া হয়, মঙ্গলবারের মধ্যেই সর্বত্র পরিষেবা স্বাভাবিক হবে৷