

করোনা পরিস্থিতিতে দুর্গোৎসব নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতির আবেদন, এবছর দুর্গাপুজোয় উৎসবে মাতবেন না ৷


এদিন সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, ‘পুজো কমিটি ও সাধারণ নাগরিকদের কাছে আমার আবেদনপুজো করুন, উৎসব করবেন না ৷ দুর্গোৎসবটা এবার বন্ধ করুন। দুর্গাপুজো করুন। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মায়ের আরাধনা করুন।’


রাজ্যবাসীর কাছে দিলীপ ঘোষের আবেদন, ‘করোনা মুক্তির জন্য প্রার্থনা করুন ৷ মায়ের আশীর্বাদে যেন তাড়াতাড়ি এই মহামারি থেকে মুক্তি পাই। ’


এদিনের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে ছাড়েননি দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রীকে রাজ্য বিজেপি সভাপতির খোঁচা, ‘দিদিমণি যখন উৎসব করতে বলেন, তখন চিন্তা হয়। হোলি হয়নি, রামনবমী, পয়লা বৈশাখ, ইদ এবং মহরমও হয়নি। হোলির অভাব বৃহস্পতিবার পুষিয়ে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । তিনি তো দাবি করেছেন, জলকামানে কোনও রাসায়নিক পদার্থ নয় ছিল হোলির রং ।’ উল্লেখ্য, বিজেপির গতকালের নবান্ন অভিযানের মিছিলে জলকামান থেকে রঙিন জল ছেঁটানোয় গেরুয়া শিবিরের তরফ থেকে রাসায়নিক রঙ ব্যবহারের দাবি উঠেছিল ৷ এ প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তও চেয়েছে তারা ৷ Photo- File