

প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় চমক দিল বিজেপি৷ রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী করা হল বালাকোট হামলার সাফল্যের নেপথ্যে থাকা অন্যতম মূল পরিকল্পনাকারী অবসরপ্রাপ্ত সেনাকর্তা সুব্রত সাহা৷ Photo-Facebook


সুব্রতবাবু ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবেও গুরুদায়িত্ব পালন করেছেন৷ পাশাপাশি, বর্তমানে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসরি বোর্ডেরও সদস্য৷ Photo-Facebook


২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় প্রাণ হারান চল্লিশ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ এর পাল্টা ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধ বিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল৷ Photo-Facebook


এই গোটা অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে কৃতিত্ব দেওয়া হয় সুব্রতবাবুকে৷ তাঁকে প্রার্থী করে বিজেপি এ রাজ্যের নির্বাচনেও দেশাত্মবোধ এবং বালাকোট হামলা নিয়ে সাফল্যের আবেগ উস্কে দিল বলে মনে করা হচ্ছে৷ Photo-Facebook


এ দিন যে নতুন ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই নাম ছিল প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার৷ বর্তমানে দিল্লিতে থাকলেও নাম ঘোষণা হওয়ার পরই দ্রুত কলকাতায় এসে প্রচার শুরু করে দিতে চান প্রাক্তন সেনা কর্তা৷ Photo-Facebook


প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'ভেবে চিন্তেই নিজের রণকৌশল ঠিক করব আমি৷ মন দিয়ে এলাকার সব মানুষের কথা শুনব আমি৷' Photo-Facebook


কর্মজীবনে সাহসিকতার জন্য একাধিক পদক পেয়েছেন সুব্রত সাহা৷ পাশাপাশি কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলিতেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি৷ Photo-Facebook