1/ 5


কেউ ডাকে বাবিন, কেউ ডাকে সৌজন্য। জনপ্রিয় টেলিসিরিয়াল খড়কুটোর সুবাদে তুমুল জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায় এবার নতুন ইনিংস শুরু করলেন। বিজেপিতে যোগ দিলেন তিনি। ছবি ফেসবুক থেকে নেওয়া।
2/ 5


এদিন বিজেপির রাজ্য দফতরে কৌশিক রায়ের হাতে তুলে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ-সহ একাধিক বিজেপি নেতা।
3/ 5


ভোটবাজারে অভিনেতাদের রাজনৈতিক ইনিংস শুরু করা কোনও হঠাৎ ঘটনা নয়। দিন কয়েক আগেই তৃণমূলের যোগ দেন সৌরভ দাস, কৌশানী মুখোপাধ্যায়রা। এবার সেই পথে হাঁটলেন এই টিভি তারকাও।
4/ 5


বহরমপুর থেকে উঠে এসেছেন কৌশিক। তাঁর বাবা এলাকার নামী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই জন্যই কি রাজনীতিতে আসার ঝোঁক? কৌশিকের যুক্তি তিনি মানুষের জন্য কাজ করতে চান। আর সেই কাজ করা সম্ভব একমাত্র বিজেপির মতো সর্বভারতীয় দলে থেকেই।