আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৯.৭ মিলিমিটার।
শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কঙ্কন ও গোয়ায়৷ অসম, মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বিক্ষিপ্তভাবে মাঝারি ও ভারী বৃষ্টি হবে মণিপুর মিজোরাম ত্রিপুরা-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে।