রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। আর বাংলার পাঁচ জেলার মোট ৪৪ আসনে হতে চলা চতুর্থ দফার ভোটে রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী। ওই ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি আসন রয়েছে। আর সেখানেই রীতিমতো তারায়-তারায় যুদ্ধ হতে চলেছে বেশ কিছু কেন্দ্রে। শনিবারের পরীক্ষার পর ২ মে ফল। কে জিতবেন, কার মুখেই বা থাকবে পরাজয়ের গ্লানি। সে সব তোলা থাক ভবিষ্যতের গর্ভে। আপাতত নজর দেওয়া যাক তারকা প্রার্থীদের দিকে....
টালিগঞ্জে লড়াইয়ে নামছেন অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়। টলিউডের ব্যাটন থাকবে কার হাতে, তারই যেন ভোট পরীক্ষা হতে চলেছে শনিবার। এক দিকে রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিদায়ী তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, অন্য দিকে আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে, সংযুক্তা মোর্চার হয়েও দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ। ফলে টালিগঞ্জ আক্ষরিক অর্থেই ব্যাটলফিল্ড।
বেহালা পশ্চিমে লড়াই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। জিততে পারলে পাঁচবার ওই আসন থেকে বিধায়ক হবেন পার্থ। তবে, জমি আঁকড়ে পড়ে আছেন শ্রাবন্তীও। বাম ভোট কাটার দিকে নজর দিয়েছে গেরুয়া শিবির। মন্ত্রী না নায়িকা, বেহালা পশ্চিমের রায় কোনদিকে, জানা যাবে ২ মে।
বেহালা পূর্বে দুই নারীর। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের লড়াই অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে। ওই কেন্দ্রে দীর্ঘদিন শাসক দলের সংগঠন সামলাচ্ছেন রত্না। আর শোভনকে প্রার্থী না করে ওই আসনে বিজেপি দায়িত্ব দিয়েছে পায়েলকে। কোন মেয়েকে বেছে নেবে বেহালা পূর্বের আমজনতা, উত্তর দেবে সময়।