Home » Photo » kolkata » Housewife raped in Tarapith: মাঙ্গলিক দোষ কাটাতে গৃহবধূকে নিয়ে তারাপীঠে জ্যোতিষী, হোটেলে ধরলেন আসল রূপ
Housewife raped in Tarapith: মাঙ্গলিক দোষ কাটাতে গৃহবধূকে নিয়ে তারাপীঠে জ্যোতিষী, হোটেলে ধরলেন আসল রূপ
অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, সুভাষ ঘোষ জানান, তিনি মাঙ্গলিক৷ সেই দোষ না কাটালে তাঁর স্বামী এবং সন্তানের মৃত্যু হবে বলেও ভয় দেখায় অভিযুক্ত (Housewife raped in Tarapith)৷
তন্ত্রসাধনার নামে এক গৃহবধূকে বার বার ধর্ষণ (Housewife raped in Tarapith)৷ এমনই অভিযোগে এক জ্যোতিষিকে তারাপীঠ (Tarapith) থেকে গ্রেফতার করল চিৎপুর থানার পুলিশ৷ যদিও অভিযুক্তের বাড়ি কলকাতাতেই৷ Info- Susobhan Bhattacharya
2/ 6
অভিযুক্তের নাম সুভাষ ঘোষ৷ সে কলকাতার টালা থানা এলাকার বাসিন্দা৷ পুলিশের অনুমান, ওই জ্যোতিষী আসলে একজন ভন্ড৷ Info- Susobhan Bhattacharya
3/ 6
জানা গিয়েছে, চিৎপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূ সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে কিছু সমস্যার সমাধানের জন্য ওই জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছিলেন৷ সেই সূত্রেই দু' তিন বছর আগে সুভাষ ঘোষের সঙ্গে তাঁর পরিচয়৷ Info- Susobhan Bhattacharya
4/ 6
অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, সুভাষ ঘোষ জানান, তিনি মাঙ্গলিক৷ সেই দোষ না কাটালে তাঁর স্বামী এবং সন্তানের মৃত্যু হবে বলেও ভয় দেখায় অভিযুক্ত৷ সমস্যা সমাধানে তন্ত্র সাধনা এবং যজ্ঞের প্রয়োজন বলে জানায় অভিযুক্ত৷ Info- Susobhan Bhattacharya
5/ 6
এই অছিলাতেই প্রথমে ডায়মন্ড হারবার এবং তার পর তারাপীঠে নিয়ে গিয়ে গৃহবধূকে মোট তিন বার ধর্ষণ করে অভিযুক্ত৷ পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে অচৈতন্য করে ওই জ্যোতিষী তাঁকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেছেন ওই গৃহবধূ৷ Info- Susobhan Bhattacharya
6/ 6
এই অভিযোগ পেয়েই চিৎপুর থানার পুলিশ তারাপীঠ থেকে অভিযুক্ত সুভাষ ঘোষকে গ্রেফতার করেছে৷ অভিযুক্ত অন্য কারও সঙ্গে এরকম কাণ্ড ঘটিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ প্রতীকী ছবি। Info- Susobhan Bhattacharya