

দুদিন ব্যাপী বাংলা সফরের শেষবেলায় বোমা ফাটিয়ে চলে গেলেন অমিত শাহ। তৃণমূলকে বিঁধলেন উন্নয়ন প্রশ্নে। বলে দিলেন, স্বাস্থ্য থেকে শিক্ষা, কৃষি থেকে মাথাপিছু আয় সবেতেই নাকি রাজ্য পিছিয়ে। দুদিনের বাংলা সফরের শেষে যে অস্ত্রগুলিতে বাংলাকে বিঁধলেন অমিত শাহ, তা নীচে সাজিয়ে দেওয়া হল।


আজ বৈঠক থেকে অমিত শাহ বলেন বাংলায় তানাশাহি চলছে। তাঁর নিশানা এদিনও ছিল 'ভাইপো', যদিও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম নেননি তিনি। বলেন, মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ব।


রাজধানীতে এখনও আন্দোলনে অনড় কৃষকরা। তৃণমূল সুপ্রিমো বার্তা দিয়েছেন, কৃষক আন্দোলনের পক্ষে আছে, এই প্রসঙ্গ উঠতেই তাঁর দাবি, কৃষকদের কেন্দ্রের টাকা পৌঁছে দিচ্ছে না তৃণমূল সরকার।


অমিত শাহ বললেন ৫০ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে শিশু জন্মাচ্ছে। শাহের প্রশ্ন, কেন এই ঋণ, কেন উন্নয়ন নেই?" কথায় কথায় তৃণমূলকে তোলাবাজ পার্টি বলেও দাগিয়ে দিলেন শাহ।


অমিত শাহ বললেন ৫০ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে শিশু জন্মাচ্ছে। শাহের প্রশ্ন, কেন এই ঋণ, কেন উন্নয়ন নেই?" কথায় কথায় তৃণমূলকে তোলাবাজ পার্টি বলেও দাগিয়ে দিলেন শাহ।


অমিত শাহ বলেন, ১৯৬০ সালে বাংলা ১ থেকে ৩ এর মধ্যে ছিল। এখন অনেক পিছিয়ে গিয়েছে।ফার্মাসিকিউটাল ৭০% নেমে গিয়েছে। প্রতি ব্যক্তি আয়ের নিরিখে ২২তম স্থানে।


বহিরাগত তত্ত্ব সামনে আসতেই শাহ বলেন, ইন্দিরা গান্ধী যখন আসতেন মমতা তখন কী বলতেন? তাঁর মতে, এই তত্ত্ব বাংলার মানুষ মানবে না।বিজেপি কবে সিএএ ঘোষণা করবে? উত্তরে অমিত শাহ বলেন,সিএএ-এর কার্যকরী করা শুরু হবে করোনা টিকাকরণ হয়ে গেলেই।