২৩-এ আলিয়া, দেখুন এই দুষ্টু-মিষ্টি মেয়ের কাণ্ড !
Akash Misra
1/ 5
আলিয়া পা দিলেন ২৩ বছরে ৷ বলিউডের মিষ্টি মেয়ে, সিনেমায় পা দেওয়া থেকেই দারুণ হিট ৷ গুঞ্জনেও আসা-যাওয়া লেগে থাকে আলিয়ার ৷
2/ 5
প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ করলেন বাজিমাত ৷ বিকিনি পড়ে সমুদ্রের জল থেকে উঠে এলেন সুন্দরী আলিয়া ৷ দর্শক হতবাক !
3/ 5
বলিউড গুঞ্জনে এখন একটাই খবর ৷ সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন আলিয়া ভাট ৷ এমনকী, আলিয়ার জন্মদিনে একই সঙ্গে থাকবে দু’জন !
4/ 5
আলিয়া তো দারুণ খুশি ৷ সিদ্ধার্থের গাড়িতে বসে, গোটা দিল্লি ঘোরার প্ল্যান ৷ এমনকী, রাতের ডিনারটাও নাকি সারবেন দিল্লির পরাঠা গলিতে ! দিল্লিতে নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সনস’-এর প্রোমোশনে ৷
5/ 5
কিন্তু জানেন কি? সিদ্ধার্থের আগে বরুণের প্রতি একটু ঢলে ছিলেন আলিয়া ৷ তবে সেই প্রেমকে বন্ধুত্বের নাম দিয়ে আপাতত সিদ্বার্থের কোলেই দোল খাচ্ছেন আলিয়া ভাট ৷
২৩-এ আলিয়া, দেখুন এই দুষ্টু-মিষ্টি মেয়ের কাণ্ড !
আলিয়া তো দারুণ খুশি ৷ সিদ্ধার্থের গাড়িতে বসে, গোটা দিল্লি ঘোরার প্ল্যান ৷ এমনকী, রাতের ডিনারটাও নাকি সারবেন দিল্লির পরাঠা গলিতে ! দিল্লিতে নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সনস’-এর প্রোমোশনে ৷
২৩-এ আলিয়া, দেখুন এই দুষ্টু-মিষ্টি মেয়ের কাণ্ড !
কিন্তু জানেন কি? সিদ্ধার্থের আগে বরুণের প্রতি একটু ঢলে ছিলেন আলিয়া ৷ তবে সেই প্রেমকে বন্ধুত্বের নাম দিয়ে আপাতত সিদ্বার্থের কোলেই দোল খাচ্ছেন আলিয়া ভাট ৷