Godrej Agrovet-র পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এক সপ্তাহে ৬ লক্ষ মুরগী বিক্রি হত কিন্তু এক ধাক্কায় সেটা ৪০ শতাংশ কমে গেছে ৷ তাদের দাবি বাজারে যে সব গুজব ছড়িয়েছে তা রুখতে কার্যকরী ভূমিকা নিতে হবে ৷ চিকেনের থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে এই গুঞ্জন থামা প্রয়োজন ৷ Photo- Representive