

স্বামী বিবেকানন্দকে নিয়ে মিছিলের অধিকারই নেই বিজেপির। যুব দিবসে রাজপথে নেমে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের হুংকার, দিল্লির কাছে মাথা নোয়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। Photo-File


মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন। বিশ্ব যুব দিবসে গোলপার্ক থেকে হাজরা তৃণমূলের মিছিল। মিছিলের মুখ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজরার সভা মঞ্চে প্রথমে বললেন কোনও রাজনীতির কথা বলবেন না। কিন্তু সে কথা ভাঙতে বেশি সময় নিলেন না।


কথা এগোল। রাজনীতির ঝাঁঝও বাড়ল। তৃণমূলের যুবমোর্চা সভাপতি বলেন, ‘ স্বামী বিবেকানন্দকে নিয়ে মিছিলের অধিকারই নেই বিজেপির ৷ স্বামীজির কথা বলার অধিকার আপনাদের নেই ৷ ট্রাম্প স্বামীজির নাম উচ্চারণ করতে পারেননি ৷ ভুল উচ্চারণ করলে ট্রাম্পের পাশে দাঁড়িয়েও প্রতিবাদ করেননি মোদি ৷ স্বামীজিকে নিয়ে রাজনীতি করব,এত নীচে নামিনি ৷ তাঁর ছবি ব্যবহার করে রাজনৈতিক জবাব দেব! স্বামীজিকে নিয়ে রাজনীতি করব,এত নীচে নামিনি ৷’


এখানেই শেষ নয়, গুজরাতে বল্লভভাই প্যাটেলের মূর্তি নিয়েও বিজেপিকে কটাক্ষ অভিষেকের ৷ বলেন, ‘২০১৪-য় স্বামীজির ছবি সামনে রেখে প্রচার করেছিল ৷ বেলুড়মঠকে ন্যূনতম মর্যাদা দেয়নি ৷ গুজরাতে বল্লভভাই পটেলের মূর্তি হয়েছে ৷ স্বামীজির একটিও মূর্তি গড়েনি ৷ গুজরাটে ৩৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হল সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। তার প্রতিবাদ করছি না। কিন্তু, কেন কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে নেতাজি বা বিবেকানন্দের মূর্তি হবে না কেন? ’


বিশ্ব যুব দিবসে কলকাতায় মিছিল বিজেপিরও। সেই মিছিলকেও নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলেন, ‘ ১০-০ গোলে হারবে বিজেপির ৷ ’ নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ। ‘বাংলা বিভাজনে বিশ্বাস করে না ৷ স্বামীজির কথা বলার অধিকার আপনাদের নেই ৷ CAA এনে বিভেদ তৈরি করছে ৷যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে,বাংলা তাদের ক্ষমা করবে? মুখে বলে জয় শ্রীরাম, কর্মে নাথুরাম ৷ জীবন দিতে গেলে এই মাটির জন্য দেব ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করবে না ৷ স্বামীজির মতাদর্শ আমাদের পাথেয় হোক ৷ ’