অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, '' বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য তথা সকল দেশবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলাম। মঙ্গলময়ী মায়ের আশিসে মুছে যাক গ্লানি, ঘুঁচে যাক জ্বরা। বিনাশ হোক সকল আসুরিক শক্তির, মানবতার সুরে মুখরিত হোক ধরণী। পবিত্রতার স্পর্শ আসুক, ক্লেদ ও বিষাদমুক্ত হোক সবার জীবন।'' Photo and Story: Abir Ghoshal