#রাজীব চক্রবর্তী: কলকাতায় আসছে ফাইভ জি নেটওয়ার্ক। ফোর-জি নেটওয়ার্কের থেকে দশগুণ বেশি ইন্টারনেটের গতি হবে ফাইভ-জি নেটওয়ার্কে।
2/ 5
দেশের ১৩টি শহরে প্রথম শুরু হবে এই পরিষেবা।যার মধ্যে সবার উপরে রয়েছে কলকাতা শহর।
3/ 5
কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রীর খবর, কলকাতা, আমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, চন্ডীগড়, চেন্নাই, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ মুম্বাই এবং পুনেতে ফাইভ জি পরিষেবা শুরু হবে।
4/ 5
জিও, এয়ারটেল এবং ভিআই(ভোডাফোন আইডিয়া)-এর মতো সংস্থাগুলো এই শহরগুলোতে ট্রায়াল সাইট শুরু করেছে।
5/ 5
একদিন আগেই কেন্দ্রীয় সরকার ৫-জি স্পেকট্রামের নিলামে মঞ্জুরি দিয়েছে। নিলাম হতে পারে আগামী ২৬শে জুলাই। ৭২টির বেশি গিগাহার্টজ স্পেক্ট্রাম আগামী কুড়ি বছরের জন্য নিলামে দেওয়া হবে।