

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ মহার্ঘ ভাতা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য ৷ ২ লক্ষ টাকা বেতন যাঁদের, তাঁরাও পাবেন ডিএ ৷ এর আগে অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ লাখ টাকা পর্যন্ত যাদের বেতন তারাই পাবেন মহার্ঘভাতা ৷ কিন্তু এদিন নবান্ন সূত্রে খবর, সিদ্ধান্তে বদল ৷ যাঁদের বেতন ২ লাখ টাকার বেশি, তাঁরাও এই DA পাবেন। অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারীরাই পাবেন ডিএ ৷


অর্থদফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার কথা জানানো হয় ৷ এর ফলে উপকৃত হবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা ৷


২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে।কিন্তু নবান্নের আর্জি খারিজ হয়ে যায় স্যাটে। বহাল থাকে ২০১৯ সালের রায়। বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বেঁধে দেয় স্যাট।


৩ ডিসেম্বর নবান্নে কর্মী সংগঠনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জানুয়ারি মাসেই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ দেওয়া হবে ৩ শতাংশ হারে। এর জন্য সরকারের অতিরিক্ত ২২০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷