হোম » ছবি » কলকাতা » নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

  • 18

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    ২১ জুলাই শহীদ দিবস। শহীদ দিবস পালনে দুই রাজনৈতিক প্রতিপক্ষের লড়াই ছিল চোখে পড়ার মতো। করোনা আবহের কারণে সভা হয়েছে ভারচুয়াল মোডে। আর সেই লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল। নেট পাড়ার হিসেব তুলে ধরে এমনটাই জানাচ্ছে নেট নাগরিকরা।

    MORE
    GALLERIES

  • 28

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের ভাষণ। হেস্টিংসে শুভেন্দু অধিকারীর বক্তব্য। দিল্লির রাজঘাটে দিলীপ ঘোষের কর্মসূচী। বুধবারের প্রধান তিন রাজনৈতিক অনুষ্ঠানের নেট হিসেব বেশ চোখে পড়ার মতো। প্রধান তিন সোশ্যাল মিডিয়া পেজ ফলো করে দেখা গেছে প্রথম ৬ ঘন্টার হিসেবে এগিয়ে রয়েছে জোড়া ফুল শিবির।

    MORE
    GALLERIES

  • 38

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    লড়াইয়ে থাকলেও বেশ খানিকটা পিছিয়ে পড়েছে পদ্ম শিবির। নেট পাড়ার হিসেব ধরা পড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজ ও বিজেপি ওয়েস্টবেঙ্গল পেজ থেকে। নেটের লড়াইয়ে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পেজ। সেখানেও লাইক, ভিউজ, শেয়ার, কমেন্টের দৌড় চলেছে লাফিয়ে লাফিয়ে।

    MORE
    GALLERIES

  • 48

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ বলছে লাইক করেছেন ২৩ হাজার মানুষ। শেয়ার করেছন ৩১ হাজার মানুষ। কমেন্টস করেছেন ২ লাখ ৭৮ হাজার মানুষ। ভিউজ হয়েছে ৮ লাখ ২৫ হাজার মানুষের। মমতা বন্দোপাধ্যায়ের পেজ বলছে ভিউজ হয়েছে ৮ লাখ ২০ হাজার মানুষ। কমেন্টস করেছেন ৯১ হাজার মানুষ। শেয়ার করেছেন ২১ হাজার মানুষ। লাইক করেছেন ২৭ হাজার মানুষ। রাত ৯টা অবধি এই তথ্য উঠে এসেছে নেট পাড়ায় চোখ রেখে।

    MORE
    GALLERIES

  • 58

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    এবার বিজেপি ফর বেঙ্গলের পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে দুই অনুষ্ঠানের দু'ধরণের নেট লড়াই। দিল্লির রাজঘাটে সাংসদ দিলীপ ঘোষ সহ বাকি সাংসদদের যে অনুষ্ঠান ছিল সেখানে ভিউজ হয়েছে ২০ হাজার। লাইক হয়েছে ১ হাজার ৭০০ জন। কমেন্টস পড়ছে ৫০৭ জনের। শেয়ার হয়েছে ১ হাজার ১০০টি।

    MORE
    GALLERIES

  • 68

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    অন্যদিকে কলকাতায় হেস্টিংসে অফিসে শহীদ দিবসের অনুষ্ঠান ছিল। যেখানে ছিলেন শুভেন্দু অধিকারী প্রধান বক্তা। সেখানে লাইক হয়েছে ৯ হাজার। কমেন্টস হয়েছে ২ হাজার ৫০০ জনের। শেয়ার হয়েছে ৪ হাজার। আর ভিউজ হয়েছে ২ লাখ ৮১ হাজার জনের। রাত ৯'টা অবধি এই হিসেব ধরা পড়েছিল। তবে শুধু ফেসবুক পেজ নয়৷ ইউটিউবের লড়াইয়েও এগিয়ে গিয়েছে তৃণমূল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইউটিউব চ্যানেল বলছে ১ ঘন্টা ৩০ মিনিট ৫৭ সেকেন্ডের লাইভ স্ট্রিমিং দেখেছেন ৩৯ হাজার মানুষ। আর বিজেপির লাইভ স্ট্রিমিং দেখেছে ২৪ হাজার মানুষ ১ ঘন্টা ৪৯ মিনিট ২৬ সেকেন্ডের। 

    MORE
    GALLERIES

  • 78

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    করোনা আবহে ভারচুয়াল সমাবেশেই জোর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়া মারফত সকলের কাছেবন্দোপাধ্যায়ের ভাষণ এবার শুধু বাংলার জন্যে নয়। গোটা দেশের মানুষের কথা ভেবে তিনি হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই রেখেছেন৷ পৌছনোর চেষ্টা। সেই কাজে তারা সফল বলে জানাচ্ছেন। দলের এক শীর্ষ নেতার কথায়, "মমতা , "মমতা বন্দোপাধ্যায়ের ভাষণ এবার শুধু বাংলার জন্যে নয়। গোটা দেশের মানুষের কথা ভেবে তিনি হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই রেখেছেন৷ বিজেপি বিরোধীতায় উনিই যে প্রধান মুখ সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই মানুষের চোখ পড়েছে সোশ্যাল মিডিয়ায়।"

    MORE
    GALLERIES

  • 88

    21st July Shahid Diwas : নেট পাড়ায় জোর লড়াই! ডিজিটাল ভিড়োমিটারে কে গেল কাকে টপকে?

    বিজেপি বিরোধীতায় উনিই যে প্রধান মুখ সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই মানুষের চোখ পড়েছে সোশ্যাল মিডিয়ায়।" পিছিয়ে নেই বিজেপি। তাদের এক নেতা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় তাদের আগে পিছে কেউই নেই। ফলে মানুষের মুঠোয় তারা পৌছেছেন সহজেই। দুই রাজনৈতিক প্রতিপক্ষের লড়াইয়ে সরগরম নেট পাড়া।

    MORE
    GALLERIES