তিনি মমতা ভক্ত। জানিয়েছেন মমতার বক্তৃতা শুনতে এসেছি। বুধিনের বক্তব্য, তাঁর বয়সের সব পার্টি নেতারা মারা গেছে। তিনি এখনও বেঁচে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মিটিং আজও বাদ দেননি।প্রত্যেকটা ২১ জুলাই সভায় কলকাতায় এসেছেন , ৯০ তেও তার ব্যতিক্রম হল না। Input- Shanku Santra