নারকীয়! ইকোপার্কের অদূরে ১৭-র কিশোরীকে গণধর্ষণ, পুরুষ বন্ধুকে পৈশাচিক মারধর, ক্ষোভের আগুন জ্বলছে...
লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরে নিউটাউন এলাকাতেই। পুলিশ রাত সাড়ে দশ'টা নাগাদ প্যাট্রোলিংয়ের সময় চাপা চিৎকার শুনতে পান।


*নির্জন জায়গায় পুরুষ বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন বছর ১৭-র কিশোরী। হঠাৎই তাঁরা বুঝতে পারে চার যুবক পিছু নিয়েছে। কিন্তু বুঝেও কিছুই করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। অভিযোগ, চারজনের মধ্যে দুই যুবক কিশোরীকে গণধর্ষণ করে। বাকি দুই যুবক ব্যাপক মারধর করে কিশোরীর বন্ধুকে। এরপর ভয়ে এলাকা থেকে পালিয়ে যায় সে। প্রতীকী ছবি।


*শনিবার রাত সাড়ে ন'টা লজ্জাজনক ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরে নিউটাউনের রাম মন্দিরএলাকাতে। পুলিশ রাত সাড়ে দশ'টা নাগাদ টহলদারির সময় চাপা চিৎকার শুনতে পান। এরপর কাছে যেতেই অসংলগ্ন অবস্থায় কিশোরীকে পড়ে থাকতে দেখেন। প্রতীকী ছবি।


*প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ওই তরুণী ঘটনার বিবরণ দিতে সক্ষম হয়। তার বয়ানের ওপর ভিত্তি করেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেফতার হয় প্রথম অভিযুক্ত। সে তখনও এলাকা ছেড়ে পালাতে পারেনি বলেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানা গিয়েছে। প্রতীকী ছবি।


*পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযুক্তকে জেরা করেই একে একে চারজনকে গ্রেফতার করা হয় রাতের মধ্যেই। অভিযুক্তদের সকলের বয়সই ২০-র আশেপাশে। জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা আগে থেকে কিশোরীকে চিনত এবং ফলো করত। এ দিন তাদের পিছু নিয়েই তারা ঘটনাস্থলে পৌঁছয়। প্রতীকী ছবি।