হোম » ছবি » চাকরি » বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

  • 17

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    High Salary Jobs:
    লেখাপড়া করে সকলেই টাকা উপার্জন করতে চায়। কিন্তু, কী পড়বেন, যাতে বেতনের অঙ্কটাও তাক লাগানো হবে? আমরা আজ এমন কয়েকটা চাকরির কথা বলব, যেখানে মাসিক বেতনের অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে। যেখানে বার্ষিক বেতনের প্যাকেজ কোটি টাকা। চাকরির বিশদ বিবরণ এবং তাদের বেতন নীচে দেওয়া হল।

    MORE
    GALLERIES

  • 27

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার- যাঁরা এই পদে কাজ করেন তাঁদের বার্ষিক প্যাকেজ ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হল কম্পিউটারের যন্ত্রাংশ সংক্রান্ত গবেষণা, যন্ত্রাংশের ডিজাইন,চিপ সার্কিট বোর্ড তৈরি করা ইত্যাদি। অত্যাধুনিক কম্পিউটার তৈরিও এই কাজের অংশ হতে পারে।

    MORE
    GALLERIES

  • 37

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    ডেটা সায়েন্টিস্ট- ডেটা সায়েন্টিস্টের বার্ষিক বেতন প্যাকেজ ৬০-৬৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যে কোনও সংস্থার বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ছকে নেওয়ার জন্য ডেটা রিসার্চ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনও সাইটে অ্যাকাউন্ট তৈরি করে, সেখানে আমাদের বিভিন্ন তথ্যও দিয়ে থাকি, যেমন, নাম, বয়স, মোবাইল নম্বর ইত্যাদি। যেমন ফেসবুক, টুইটার, গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলো ডাটা স্টোরেজ কোম্পানি। সেখান থেকে ডেটা নিয়ে রিসার্চ করা, ট্রেন্ড বের করা ডেটা সায়েন্টিস্টের অনেক কাজের মধ্যে একটি।

    MORE
    GALLERIES

  • 47

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    একজন সিকিওরিটি ইঞ্জিনিয়ারের কাজ হল যে কোনও কোম্পানিকে প্রযুক্তিগত নিরাপত্তা প্রদান করা। তাদের বেতন প্যাকেজও বার্ষিক ৬০ লক্ষ টাকা বা ​​তার উপরে হয়। এই ইঞ্জিনিয়ারদের কাজ কোম্পানির প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা। তাদের কাঁধেই থাকে কোম্পানির তথ্য নিরাপত্তার দায়িত্ব।

    MORE
    GALLERIES

  • 57

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    সফটওয়্যার আর্কিটেক্ট- একজন সফটওয়্যার আর্কিটেক্টের কাজ হল সফটওয়্যার কোডিং, টুলস, প্ল্যাটফর্ম তৈরি করা। তাদের বলা হয় কম্পিউটার প্রোগ্রামার বা কম্পিউটার ম্যানেজার। একজন সফটওয়্যার আর্কিটেক্টের বার্ষিক বেতন প্যাকেজ বার্ষিক ৮০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

    MORE
    GALLERIES

  • 67

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    IT ম্যানেজার- আইটি ম্যানেজারের কাজ হ'ল গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং এটির উপর কাজ করা, প্রযুক্তি সমাধান সম্পর্কিত একটি কার্যকর ব্যবস্থায় পরিণত হওয়া। এই পদে কর্মরত একজন ব্যক্তির গড় বার্ষিক প্যাকেজ ৭০ লক্ষ টাকা।

    MORE
    GALLERIES

  • 77

    High Salary Jobs: বছরে কোটি টাকা মাইনে! সত্যি হতে পারে আপনার এই স্বপ্ন, দেখে নিন কোন চাকরিতে বড় লাভ

    সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার- সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজারের বার্ষিক বেতনের প্যাকেজ ৭৭ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই পদে নিযুক্ত ব্যক্তির কাজ হল সফটওয়্যার ডিজাইনিং, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিস ডিজাইন।

    MORE
    GALLERIES