উদাহরণস্বরূপ, যদি একজন সরকারি কর্মচারীর মাসিক বেতন হয় প্রায় ৪২,০০০ টাকা এবং মূল বেতন হয় প্রায় ২৫,৫০০ টাকা; তাহলে তিনি অবশ্যই ৯,৬৯০ টাকা মহার্ঘ ভাতা পাবেন। এখন, সর্বশেষ ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরে এই ডিএ পরিমাণ বেড়ে ১০,৭১০ টাকা হবে। সুতরাং, এই ক্ষেত্রে মাসিক টেক-হোম বেতনে ১,০২০ টাকা বৃদ্ধি পাবে।