

কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য জবর খবর! প্রথম ক্রিকেটার হিসেবে যোগ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়৷ ২৯ বছরের আলি খান পাকিস্তানে জন্মেছেন৷ কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি আমেরিকার ক্রিকেটার হিসেবেই খেলেন৷ (Instagram)


কেকেআরের -র হ্যারি গানারের চোট হওয়ার কারণে পরিবর্ত খেলোয়াড় হিসেবে তাঁকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট৷ তাঁর জায়গায় আলি খান কেকেআরে এলেন৷ আলি সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন৷ এই লিগের এবারের চ্যাম্পিয়ন দল শাহরুখ খানের Trinbago Knight Riders সদস্য ছিলেন৷ কেকেআর আর টিকেআর একই মালিকের দুই ক্রিকেট দল৷ (INSTAGRAM)


আলি খান টিকেআর -র সহ খেলোয়াড় ডয়েন ব্র্যাভো এবং কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন৷ চেন্নাই সুপার কিংসে খেলবেন ব্র্যাভো৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সহ খেলোয়াড়রা এবার খেলবেন প্রতিপক্ষ হিসেবে৷ (INSTAGRAM)


গত তিন বছরে আলি খান পৃথিবীর একাধিক বড় লিগে খেলেছেন৷ এবার তিনি সিপিএলের সবচেয়ে ভালো বোলারদের মধ্যে ছিলেন৷ টিকেআর -র হয়ে খেলার সময় তিনি ৭.৪৩ ইকনমি রেটে আট ম্যাচে ৮ উইকেট নিয়েছেন৷ গত মরশুমেও কেকেআর তাঁকে দলে চেয়েছিল কিন্তু সে সময় তারা ডিল ফাইনাল করতে পারেনি৷ (Instagram)