ঋদ্ধির- ওয়ার্নারের ব্যাটে আইপিএল প্লে-অফে হায়দরাবাদ। ছিটকে গেল নাইটরা। এক বাঙালির হাতে এবং ব্যাটের দাপটে শেষ চারে পৌঁছতে ব্যর্থ কলকাতা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরূদ্ধে 10 উইকেটে জিতে প্লে-অফে সানরাইজার্স। ম্যাচ শেষে ঋদ্ধিমান সাহার প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর। Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout
বাঙালি উইকেটরক্ষক যে শুধু টেস্ট ক্রিকেটার নন সীমিত ওভারের যে ঋদ্ধি দক্ষতা রয়েছে তা আরও একবার মনে করিয়ে দিলেন সচিন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ওয়ার্নারের সঙ্গে ঋদ্ধির দুরন্ত পার্টনারশিপে প্লে-অফে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরি ঋদ্ধির। বাংলার এই উইকেরকিপারের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে সচিন বলেন, "অনেকেই মনে করেন ঋদ্ধিমান শুধু টেস্ট ক্রিকেটের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটে ওর জন্য নয়। তবে আমি তাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঋদ্ধির ব্যাটিং স্ট্রাইক রেট বলে দিচ্ছে এই ফরম্যাটে ও সফল। টি-টোয়েন্টি এবং এক দিনের মতো সীমিত ওভারের ক্রিকেটে সফল ঋদ্ধি।"Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout
সচিন আরও বলেন, "ঋদ্ধির ওপরে একটা তকমা পড়ে গেছে ও শুধু টেস্ট ক্রিকেটার। মারতে পারেনা। আবার বলব সেটা সম্পূর্ণ ভুল। দিল্লি ম্যাচের বিরুদ্ধে ওপেন করে যেভাবে বিশ্বের নামকরা বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছে ঋদ্ধি তাতে প্রমাণ হয় সে একজন সফল ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটীয় শট মারতে দক্ষ ঋদ্ধিমান। সুইপ, পুল মত সব ধরনের শট রয়েছে হাতে। ঋদ্ধির ফুটওয়ার যথেষ্ট ভালো। বোলারের মাথার ওপর দিয়ে, কখনও কভারের ওপর দিয়ে কিংবা লেট কাট মারার ক্ষেত্রে দক্ষ ঋদ্ধি।" তবে ক্রিকেটের ভগবান মনে করেন ঋদ্ধিমান সাহা আন্ডাররেটেড ক্রিকেটার।Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout
তিনি বলেন, "এমনিতেই উইকেটকিপার হিসেবে অসাধারণ। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ঋদ্ধির প্রমাণ করে দিয়েছে এই ফরম্যাটে ব্যাট হাতেও কতটা দক্ষ। ওয়ার্নারের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে স্ট্রাইক রেট ভালো রেখে ম্যাচ শেষ করেছে সেটা সব সময় প্রশংসার দাবি রাখে।" রোহিতের বিরুদ্ধে শুধু হাফ সেঞ্চুরি করাই নয়, ম্যাচে প্রথমে গ্লাভস হাতে নজর কাড়েন ঋদ্ধি। ফর্মে থাকা মুম্বইয়ের সূর্যকুমার যাদবকে স্টাম্পড করেন এবং সৌরভ তিওয়ারির ক্যাচ ধরেন।Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout
চলতি আইপিএলে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। দিল্লির বিরুদ্ধে 87 রানের দুরন্ত ইনিংস ছাড়াও আরসিবি এবার মুম্বইয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে সফল ঋদ্ধি। দুটি হাফ সেঞ্চুরি হয়েছে। এখনও পর্যন্ত 4 ম্যাচে 214 রান। টুর্নামেন্টের শুরুর দিকে কেকেআরের বিরুদ্ধে একটি ম্যাচে খেলেন ঋদ্ধি। তবে সেই ম্যাচে মিডিল অর্ডারে ব্যাট করতে নেমে 30 রান করলেও কিছুটা মন্থর ইনিংস খেলার জন্য বাদ পড়ে যান। তবে টুর্নামেন্টের শেষ দিকে জনি বেয়ারস্টোর পরিবর্তে ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে নিজেকে ফের প্রমাণ করলেন বাঙালি এই ক্রিকেটার। Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout
এরপরেও শুধু টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হন কেন হবেন ঋদ্ধিমান এই প্রশ্ন উঠছে। সাদা বলে ক্রিকেটে ঋদ্ধিমানের টিম ইন্ডিয়ার জার্সিতে সুযোগ পাওয়া উচিত বলে করছে ক্রিকেটমহল। মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ঋষভ কিংবা সঞ্জুরা যে সুযোগ পাচ্ছেন ঋদ্ধির কি সেই সুযোগ একবার পাওয়া উচিত নয়? জাতীয় নির্বাচনের জন্য প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। সচিনের মুখে ঋদ্ধিমানের প্রশংসা পর সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে সেটা বলাই যায়।Photo Courtesy- Wriddhiman Saha/ Facebook Accout Input- ERON ROY BURMAN