

রাহুল তেওয়াটিয়া৷ রবিবার রাতের পর থেকেই ক্রিকেট ভক্তদের চর্চায় বাঁহাতি এই ব্যাটসম্যানের নাম৷ আইপিএল-এর মঞ্চে তেওয়াটিয়া অবশ্য বেশ পুরনো মুখ৷ কিন্তু রবিবার রাতে ব্যাট হাতে রাজস্থানকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর রীতিমতো তারকা হয়ে গিয়েছেন হরিয়ানার এই অলরাউন্ডার৷Photo-IPL


রবিবার কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তেওয়াটিয়া৷ তার মধ্যে রাজস্থান ইনিংসের ১৮তম ওভারে শেল্ডন কোট্রিলকে পাঁচটি ছয় মারেন তিনি৷ যার ফলে প্রায় হারা ম্যাচ রাজস্থানের দিকে ঘুরে যায়৷ শেষ পর্যন্ত আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ ২২৪ রান তাড়া করে তিন বল বাকি থাকতেই জয়ী হয় রাজস্থান৷Photo-IPL


আদতে লেগ স্পিনার হরিয়ানার রাহুল তেওয়াটিয়ার ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়৷ হরিয়ানার হয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচেই বেশি দেখা গিয়েছে তেওয়াটিয়াকে৷Photo-IPL


২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএল-এ অভিষেক ঘটে তেওয়াটিয়ার৷ কিন্তু সেবছর সেভাবে সুযোগই পাননি তিনি৷ মাত্র তিনটি ম্যাচে প্রথম এগারোয় রাখা হয়েছিল তাঁকে৷এর পর ২০১৭ সালে তাঁকে কিংগস ইলেভেন পঞ্জাব কিনে নেয়৷ কিন্তু দল বদলেও সেভাবে খেলার সুযোগ পাননি তেওয়াটিয়া৷ সেবছরও মাত্র তিনটি ম্যাচে সুযোগ পান তিনি৷Photo-IPL


২০১৮ সালে তেওয়াটিয়া যান দিল্লি ডেয়ারডেভিলসে৷ নতুন দলের হয়ে আটটি ম্যাচে সুযোগ পান তিনি৷ তার পরের বছর অর্থাৎ ২০১৯ সালে তাঁকে ফের রাজস্থান রয়্যালস কিনে নেয়৷Photo-IPL