

পৃথিবীর সবচেয়ে প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি লিগ বিসিসিআই আয়োজিত আইপিএল৷ মিলিয়ন ডলার এই টুর্নামেন্টে একাধিকবার বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে৷ ২০১১ অবধি এই টুর্নামেন্টে আটটি দল ক্রিকেট খেলতেন৷ ২০১২ ও ১৩ সালে সেটা বেড়ে হয়েছিল ১০ টি দল৷ আবার পরে সেটা কমে ৯ টি দল হয়েছে৷ Photo-File


একদম শুরুতে আনক্যাপড প্লেয়াররা নিলামের অন্তর্গত ছিল না৷ কিন্তু ২০১৪ থেকে আনক্যাপড প্লেয়াররাও নিলামে অংশীভূত হয়েছিলেন৷ তবে ২০২১ -র আইপিএলে ফর্ম্যাটে একটা বড়সড় বদল আসতে চলেছে৷ ফ্রাঞ্চাইজিরা ভীষণভাবে চাইছেন প্রথম একাদশে চারজন নয় পাঁচজন বিদেশি ক্রিকেটারকে খেলাতে চাইছেন৷ Photo-File


এখন অবধি যা নিয়ম ছিল তাতে ক্যাপ়ড ও আনক্যাপড প্লেয়ার মিলিয়ে মোট সাতজন ভারতীয় ক্রিকেটার প্লেয়িং ইলেভেন খেলতে পারেন৷ তবে অধিনায়ক চাইলে তিনজন বিদেশি ক্রিকেটার এবং আটজন দেশীয় প্লেয়ারও খেলাতে পারতেন৷ তবে চারজনের বেশি বিদেশি কখনই দলে থাকত না৷ Photo-File


ইনসাইড স্পোর্টসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি নিয়ম পরিবর্তনের জন্য আর্জি জানিয়েছে৷ বোর্ডের উচ্চপদস্থ সূত্রের মতে ফ্রাঞ্চাইজিরা ৫ জন বিদেশিকে খেলাতে চাইছে প্রথম একাদশে৷ তবে বিসিসিআই এখনও এই বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের পথে হাঁটেনি৷ বিসিসিআই আধিকারিকের দাবি আবারও যদি ফ্রাঞ্চাইজিরা এই কথা বলেন তাহলে তা নিয়ে সিরিয়াস আলোচনা হবে৷ Photo-File


সূত্রের দাবি এই শর্ত যদি মানা হয় তাহলে প্রথম একাদশে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা কমে গিয়ে ৬ এসে দাঁড়াবে -যা বিসিসিআই নাও চাইতে পারে৷ সেক্ষেত্রে এই বড় সিদ্ধান্ত পরিবর্তন গ্রিন সিগন্যাল নাও পেতে পারে৷ Photo-File


এদিকে সামনের বছরের নিলামের জন্য এখনও কোনও নির্দেশিকা আসেনি ফ্রাঞ্চাইজিদের কাছে৷ আইপিএল ২০২১- বিসিসিআই চাইছে সামনের মরশুমে নবম একটি দল যোগ করতে৷ এটা হলে সব দলই সামনের মরশুমে একেবারে ঝকঝকে নতুন দল তৈরি করতে পারবে৷ Photo-File