নিজের ভুল স্বীকার তো দূর, উল্টে নিজের মন্তব্যকে আরও জোরালো ভাবে সমর্থন করে বক্তব্য রাখলেন সুনীল মনোহর গাভাসকর৷ তাঁর সাফ দাবি তিনি কোথাও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেননি৷ তিনি উল্টে দাবি করে বলেছেন আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের জন্য ধারাভাষ্যের সময় ক্রিকেটারদের ফর্ম নিয়ে আলোচনা হচ্ছিল৷ তখনই আকাশ চোপড়ার সঙ্গে কথা বলার সময় আর পাঁচজনের মতো বিরাট নিয়েও কথা ওঠে৷ Photo- News 18 Creative
এদিকে এর আগে বিষয়টি নিয়ে ক্ষোভের মাত্রা সীমা ছাড়িয়ে যায়৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাঁর জায়গা লেজেন্ডের৷ তিনি সুনীল গাভাসকর৷ ক্রিকেটকে বিদায় জানানোর পর কমেন্ট্রি বা ধারাভাষ্যেও একইরকম সাবলীলতা বজায় রেখে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন৷ কিন্তু সম্প্রতি আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন বিরাট পত্নী অনুষ্কাকে জড়িয়ে যেভাবে বিরাটের পারফরম্যান্স নিয়ে হাসির খোরাক করেন তা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে৷ এমনকি এতটাই দ্বর্থ্যবোধক শব্দ তিনি প্রয়োগ করেছেন যে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ অনুষ্কা শর্মাও৷ Photo- Instagram
এটাই প্রথম নয়, যখন ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের দায় সরাসরি গিয়ে পড়ে তাঁদের সুন্দরী ও সফল স্ত্রী-দের ওপর৷ আগেও একাধিক ক্রিকেটারের স্ত্রী বা গার্লফ্রেন্ডকে এই ঝড়ঝাপ্টা সামলাতে হয়েছে৷ বিয়ের আগে অনুষ্কাকে যখন বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য যখন দায়ি করা হয়েছিল তখন নিজের গার্লফ্রেন্ডের পাশে প্রতিবাদের দেওয়াল হয়ে দাঁড়িয়েছি,লেন খোদ বিরাট৷ Photo- Instagram
তিনি পরিষ্কার জানিয়েছিলেন তাঁকে অনুষ্কা সব সময় ভালো পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করেন৷ "Shame on those people who have been having a go at Anushka for the longest time and connecting every negative thing to her. Shame on those people calling themselves educated. Shame on blaming and making fun of her when she has no control over what I do with my sport. If anything she has only motivated and given me more positivity," Photo- Instagram
এরপরেও অবশ্য কোনও কিছুই বদলায়নি৷ এবারে একেবারে লেজেন্ডের নোংরা রসিকতার শিকার হলেন বিরাটের সন্তানসম্ভবা ঘরণী৷ এবারের আইপিএলের ২টি ম্যাচের ২টিতেই হারতে হয়েছে বিরাটের আরসিবিকে৷ নিজের রাজকীয় ফর্মের ধারেকাছে নেই কোহলি৷ তাঁর ফর্ম নিয়ে সমালোচনা করতে গিয়ে আলোচনায় বিরাটের স্ত্রী অনুষ্কার উদাহরণ নিয়ে আসেন সুনীল গাভাসকর৷ তিনি বলেন, ‘লকডাউন মে ইনহো নে সিফ্র অনুষ্কাকে গেঁন্দ কা হি প্র্যাকটিশ কিয়া হ্যায়৷ ’ Photo- Instagram
আগের বার যখন অনুষ্কা ট্রোলড হয়েছিলেন তখন বিরাটের ট্যুইট ছিল যেন খাপখোলা তলোয়ার ৷ এবার আর বিরাটের সাহায্যের অপেক্ষা করেননি অনুষ্কা ৷ নিজেরটা নিজেই বুঝে নিতে চেয়েছেন বলিউডের অন্যতম তারকা৷ তিনি বলেছেন, ‘মিস্টার গাভাসকর আপনার বক্তব্য খুব অসম্মানকর, এবং আমি জানতে চাই এর ব্যাখ্যা কেন একজনের স্বামীর পারফরম্যান্সের জন্য তাঁর স্ত্রীকে দায়ি করা হবে৷ ’ Photo- Instagram