

তিন নম্বরে ব্যাট করলে আইপিএল-এই দ্বিশতরান করার ক্ষমতা রাখেন আন্দ্রে রাসেল৷ এমনই দাবি করলেনকেকেআর-এর নতুন মেন্টর ডেভিড হাসি৷ কেকেআর থিংক ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ এই সদস্যের কথায় স্পষ্টইঙ্গিত, এবার রাসেলকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে ব্যবহারের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে দল৷ Photo-File


গত বছর আইপিএল-এ নিজের ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাসেল৷ তাঁর অভিযোগছিল, তাঁকে ব্যাটিং অর্ডারে অনেকটাই নীচের দিকে নামানো হচ্ছে৷ এ নিয়ে প্রকাশ্যেই নিজের ক্ষোভজানিয়েছিলেন তিনি৷ Photo-File


রাসেলকে ব্যাটিং অর্ডারে তুলে আনা প্রসঙ্গে হাসি বলেন, 'যদি এতে দলের উপকার হয়, তাহলে অসুবিধেকোথায়? যদি দেখা গেল এমন পরিস্থিতি যে তিন নম্বরে ব্যাট করতে এসে রাসেল ৬০ বল খেলতে পারল,তাহলে হয়তো ও দ্বিশতরানও করে ফেলতে পারে! রাসেলের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয়৷' Photo-File


গতবছরও কেকেআর-এর হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন রাসেল৷ ১৩ ইনিংসে ৫১০ রান করেন তিনি,ব্যাটিং গড় ছিল ৫৬.৬৬৷ এর পাশাপাশি বল হাতে তুলে নেন ১১টি উইকেট৷ কেকেআর-এর নতুন মেন্টরহাসি রাসেলকে কেকেআর-এর 'হৃদস্পন্দন' বলেও ব্যাখ্যা করেন৷ Photo-File


এবার সম্পূর্ণ নতুন কোচিং টিম নিয়ে আইপিএল অভিযানে নামছে কেকেআর৷ দলের হেড কোচ হয়েছেননিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম৷ মেন্টর ডেভিড হাসির পাশাপাশি বোলিং কোচ হিসেবে থাকছেননিউজিল্যান্ডের কাইল মিলস৷ হাসি বুঝিয়ে দিয়েছেন, ম্যাককুলামের অধীনে আক্রমণাত্মক ক্রিকেটই খেলবেকেকেআর৷ Photo-File