

IPL 2020 -র সবচেয়ে সফল দলগুলির মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস৷ এই মরশুম শুরুর আগে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বড় এবং অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছেন৷ সমস্ত ক্রিকেট মহলে ধোনির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা হচ্ছে৷ আসলে এবারের আইপিএলে ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলার অপশন দেওয়া হয়েছিল Chennai Super Kings অধিনায়ক MS Dhoni-র কাছে৷ Photo- File


ইনসাইড স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সিএসকে-কে প্রথম ম্যাচের বদলে পঞ্চম ম্যাচটি খেলার বিকল্প দিয়েছিলেন৷ যার ফলে চেন্নাইয়ের দল অনুশীলনের জন্য হাতে আরও একটু বেশি সময় পেত ৷ কারণ সিএসকে পরপর নানা ঘটনায় বেশ খানিকটা চাপে৷ কিন্তু ধোনি একেবারেই এই অপশনের পক্ষপাতী ছিলেন না৷ Photo- File


ধোনি আইপিএলের ওপেনিং -র দিনে মুম্বই ইন্ডিয়ন্স বনাম সিএসকে ম্যাচ খেলার অপশনই বেছে নেন৷ সূত্রের খবর অনুযায়ী ক্রীড়াসূচি প্রকাশ্যে আনার আগে সিএসকে-র কাছে দুটি অপশন দেওয়া হয়েছিল৷ তিনি জানিয়েছেন সিএসকে নিজেদের প্রথম ম্যাচ কয়েকটা দিন বাদে খেলতে পারত৷ কিন্তু ধোনি প্রথম ম্যাচটিই খেলতে চান৷ সমস্ত বাধা বিপত্তির স্রোতের বিরুদ্ধে হেঁটে বীরের মতো ওপেনিং ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মুম্বইকেই বেছে নেন তিনি৷ Photo- File


এই সূচি অনুযায়ী তাঁদের প্রথম ৬ দিনে ৩ টি ম্যাচ খেলতে হবে৷ সিএসকেই একমাত্র দল যারা প্রথম সপ্তাহে ৩ টি ম্যাচ খেলবে৷ প্রথম সপ্তাহে সিএসকে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে৷ সিএসকে থিঙ্কট্যাঙ্ক আশাবাদী নিজেদের প্রথম ম্যাচের আগেই সমস্ত বিপদ কেটে যাবে৷Photo- File


আসলে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে যাওয়ার পরেই চেন্নাই সুপার কিংস শিবিরে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ৷ দুই ক্রিকেটার -সহ মোট ১৩ জন ছিলেন করোনা পজিটিভ ৷তার ওপর ব্যক্তিগত কারণে সুরেশ রায়না ও হরভজন সিং এবারের আইপিএলে অংশ নিচ্ছেন না৷ রায়না ইউএই-তে পোঁছেও ফিরে আসেন, অন্যদিকে ভাজ্জি দেশ থেকেই যেতে পারেননি৷ এই দুই ক্রিকেটারই সিএসকে-র প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাই বেশ বড় ধাক্কা কাটিয়ে এই মরশুমে আইপিএল অভিযান শুরু করতে হবে চেন্নাইকে৷ Photo- File