1/ 6


মেজাজটাই তো আসল রাজা- ক্রিস গেইল সম্পর্কে এটা সবসময়েই খাটে৷ শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একাই নিজের ব্যাট দিয়ে সব লাইমলাইট ছিনিয়ে নিলেন ক্রিস গেইল৷
2/ 6


এদিন গেইলের ৯৯ রানের ইনিংসে রয়েছে ৮ টি ছয়৷ আর এরই সাহায্যে বিশ্ব ক্রিকেটে বিরল নজির গড়লেন গেইল৷ ১০০০ টি ছয় মারলেন ক্যারিবিয়ান সিংহ৷ ৪১০ টি টি টোয়েন্টি ম্যাচে তাঁর মোট ছয় ১০০১ টি৷
3/ 6


এদিকে এদিন একটুর জন্য শতরান মিস করেন গেইল৷ ব্যাস সিংহের নিজের প্রতি রাগের প্রকাশ দেখল বিশ্বের নানা প্রান্তে থাকা কোটি কোটি আইপিএল দর্শক৷ জোফ্রা আর্চারের বলে বোল্ড হওয়ায় ধাঁই করে নিজের ব্যাটটাই ছুঁড়ে দেন৷
5/ 6


তবে পেশাদারিত্ব ভোলেলনিন তিনি যাঁর বলে আউট হয়েছেন সেই জোফ্রা আর্চার যখন করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন তখন স্পোর্টিংলি হাত বাড়িয়ে দেন তিনি৷