

ভারতীয় ক্রিকেটের সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়৷ IPL-র প্রথম মরশুমে কিং খান -শাহরুখের দল কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ ৷ কিন্তু আইপিএলে দাদা-র পারফরম্যান্সের সেই জাদু দেখা যায়নি ৷ মনোক্ষুন্ন হয়েছিলেন ক্রিকেট ফ্যানরা ৷ এতদিন বাদে সেই সময়টা নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট৷ একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাদা জানিয়েছেন দল পরিচালনার জন্য তিনি শাহরুখের কাছে পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন৷ Photo- File


সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেকেআরকে ২ বার আইপিএল ট্রফি এনে দেওয়া গৌতম গম্ভীর সাফল্যের রেসিপি জানিয়েছিলেন৷ তিনি বলেছিলেন দল পরিচালনার জন্য দলের মালিক শাহরুখ তাঁকে পূ্র্ণ স্বাধীনতা দিয়েছিলেন৷Photo- File


এই কথারই সূত্র ধরে আক্ষেপের সুর ঝরেছে মহারাজের গলায়৷ তিনি জানিয়েছেন , ২০০৮ সালের সময় শাহরুখকে তিনি বারণ করেছিলেন দল নিয়ে মাথা না ঘামাতে, তিনি চেয়েছিলেন দলের পুরো পরিচালন ভার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতেই থাকুক৷Photo- File


দাদার ঘোর আক্ষেপ সে সময় এই স্বাধীনতা তাঁর ছিল না৷ সৌরভের পরিষ্কার মত আইপিএলে সাফল্যের ক্ষেত্রে একজন অধিনায়কের সিদ্ধান্তের ওপরেই টিম ম্যানেজমেন্টের নির্ভর করা উচিত৷ এই হিসেবে তিনি বলেছেন সিএসকে-তে কেউ ধোনির সিদ্ধান্তের ওপর দিয়ে যায় না, আবার মুম্বই ইন্ডিয়ন্সের রোহিত শর্মাও শেষ কথা৷Photo- File


প্রথম তিন মরশুমে কেকেআর একেবারে খারাপ পারফর্ম করা দলগুলির মধ্যে ছিল৷ প্রথম মরশুমের শুরুতে সব ঠিক ছিল কিন্তু পরে অধিনায়ক সৌরভ ও কোচ জন বুকাননের মধ্যে টিম পরিচালনা করার ধরণের পার্থক্য ছিল৷ দ্বিতীয় মরশুমে সৌরভকে সরিয়ে অধিনায়ক করা হয় ব্র্যান্ডন ম্যাককালামকে৷ সে বার কেকেআর দশটি দলের মধ্যে দশম হয়েছিল৷ এরপর বুকাননকে সরানো হয় আর অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয় দাদাকেই জানিয়েছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া৷ Photo- File