

আইপিএল (IPL)- এ বুধবার মরশুমের পঞ্চম ম্যাচ৷ এই ম্যাচে মুখোমুখি দুই হেভিওয়েট দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স৷ কলকাতা প্রথমবার এবারের টুর্নামেন্টে খেলতে নামছে৷ অন্যদিকে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হারের ধাক্কা সয়েছে৷ আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে খেলা হবে৷ কেকেআর এই মরশুমে দলে বেশ কয়েকটি বড় বদল হয়েছে৷ নিজেদের দল তৈরিতে অনেক খরচ করেছে৷ দলে রয়েছে প্যাট কমিন্স ও ইয়ম মর্গ্যানের মতো ক্রিকেটাররা রয়েছে৷


এবারের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লসিত মালিঙ্গা খেলছেন না , যা তাদের দলের জন্য অসুবিধার কারণ হতে পারে৷ আইপিএলে সবচেয়ে উইকেটের মালিক তিনিই৷ কলকাতার আন্দ্রে রাসেল এবং ইয়ন মর্গ্যান বড় শট নেওয়ার জন্য উপযুক্ত ক্রিকেটার৷


কেকেআরের কাছে ইয়ন মর্গ্যান তুরুপের তাস হতে পারেন৷ কারণ সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে সেরা অধিনায়ক বলেন ক্রিকেটবোদ্ধারা৷ এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ন্যাথান কুল্টার নাইলের মতো অলরাউন্ডার রয়েছে৷ শনিবার উদ্বোধনী ম্যাচে শুরুটা ভালো করলেও খুব বড় রান করতে পারেনি মুম্বই৷ এদিনের ম্যাচে নিজেদের ভুল শুধরে নিতে চাইবে তারা৷ এই ম্যাচে তাদের অস্ত্র হতে পারে সৌরভ তিওয়ারি ও ইশান কিষাণের মতো ক্রিকেটাররা৷


ড্রিম ১১ হতে পারে এরকম- সুনীল নারিন (অধিনায়ক), কুইন্টন ডি কক (সহ অধিনায়ক), দীনেশ কার্তিক, সূর্য কুমার যাদব, রাহুল চাহার, ক্রুণাল পান্ড্য, ইয়ন মর্গ্যান, শুভমান গিল, নীতিশ রানা, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স ৷


কেকেআর- দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিং, শুভমান গিল, সিদ্ধেশ লাড, আলি খান, কমলেশ নাগরাকোটি, কুলদীপ যাদব, লোকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিদ্ধা কৃষ্ণা, সন্দীপ বারিয়র, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ. সুনীল নারিন, নিখিল নাইক, টম বেটন ৷


মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা, আদিত্য তারে. আনমোলপ্রীত সিং, অনুকূল রয়, ক্রিস লিন, ধবল কুলকার্নি, দিগ্বিজয় দেশমুখ, হার্দিক পান্ড্য, ইশান কিষাণ, জেমস প্যাটিসন, জসপ্রীত বুমরাহ, যয়ন্ত যাদব, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ড্য, মিচেল ম্যাকলাঘন, মহসিন খান. ন্যাথন কুল্টর নাইল, প্রিন্স বলবন্ত রায়, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সৌরভ তিওয়ারি. শরফেন রদফোর্ড, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট৷