

না চাইলেও ছেড়ে দিতে হয়েছে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ক্রিস লিনকে৷ এমনই দাবি করলেন কেকেআরঅধিনায়ক দীনেশ কার্তিক৷ তাঁর কথায়, লিনকে ছাড়ার সিদ্ধান্ত হৃদয় বিদারক ছিল৷


গত বছর আইপিএল নিলামে সবাইকে অবাক করে দিয়ে লিনকে ছেড়ে দিয়েছিল কেকেআর৷ ২ কোটি টাকায়লিনকে কিনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স৷ কেকেআর-এর হয়ে ওপেন করতে নেমে যথেষ্ট সফল ছিলেন অস্ট্রেলিয়ারএই মারাকাটারি ব্যাটসম্যান৷


দলের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা একটি ভিডিও-তে লিনকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেনকার্তিক৷ তিনি বলেছেন, 'ভারাক্রান্ত মনেই আমাদের লিনকে ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল৷ যতদিন ওকেকেআর-এ ছিল, আমাদের অন্যতম প্রধান অস্ত্র ছিল লিন৷'


লিনকে ছাড়া পক্ষে যুক্তি দিতে গিয়ে কেকেআর অধিনায়ক বলেন, 'নিলামে এমন কিছু শর্ত মানতে হয়, যেকয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতেই হবে৷ লিন এমন একজন ক্রিকেটার, ব্যক্তিগত ভাবে আমি যাঁর বড়ভক্ত৷ লিন দলে থাকা মানে আপনার শক্তি অনেকটাই বেড়ে যাবে৷'


তবে লিনকে ছেড়ে দিলেও ইংল্যান্ড অধিনায়ক ইওন মরগ্যানকে দলে নেওয়ায় কেকেআর মিডল অর্ডারঅনেকটাই মজবুত হবে বলে আত্মবিশ্বাসী দীনেশ কার্তিক৷ শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেওইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রশংসা করেছেন কেকেআর অধিনায়ক৷ মরগ্যানের থেকে তিনিঅনেক কিছু শেখার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন কার্তিক৷