

CSK -র ফ্যান৷ এবারের মরশুমের আগে দল সম্পর্কে সব জানেন কি৷ এখনও জানেন না ৷ জেনে নিন সব এক ক্লিকে৷ আইপিএল -র মরশুমের সবচেয়ে সফলতম দল সিএসকে৷ আইপিএলের মহা গুরুত্বপূর্ণ প্লে অফে প্রতিবার অংশ নিয়েছে৷ অভিজ্ঞতার সঙ্গে ট্যালেন্টের যোগে এবারেও দল সাজিয়েছে তারা ৷ মহেন্দ্র সিং ধোনি এই প্রতি মরশুমের অধিনায়ক ছিলেন৷ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, কেদার যাদব৷ Photo- Twitter


সুরেশ রায়না, হরভজন সিং ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে খেলছেন না৷ ফলে দলের প্রথম একাদশে দুটি গুরুত্বপূর্ণ জায়গা ফাঁকা৷ ফলে এই দুটি জায়গার জন্য দলের তরুণ ক্রিকেটাররা জোরদার লড়াই করছেন৷ তার ওপর চেন্নাই সুপার কিংসের তাঁবুতে এবার করোনা হানা দিয়েছে৷ দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড় কোভিড আক্রান্ত হয়েছিলেন৷ এই অবস্থায় ১৯ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে৷ Photo- Twitter


এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস দল নিজেদের কোর গ্রুপকে ধরে রেখেছে৷ এবছরের নিলামে তাঁরা ২ টি গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কিনে নিয়েছে৷ একজন কেকেআরের দীর্ঘদিনের প্লেয়ার পীযূষ চাওলা ও ইংল্যান্ডের ট্যালেন্টেড অলরাউন্ডার স্যাম কুরান৷ Photo- Twitter


দেখে নিন চেন্নাই সুপার কিংস - Mahendra Singh Dhoni (captain), Ravindra Jadeja, Shane Watson, Dwayne Bravo, Kedar Jadhav, Murali Vijay, Faf Du Plessis, Ruturaj Gaikwad, Ambati Rayudu, Mitchell Santner, Sam Curran, Josh Hazlewood, Lungi Ngidi, Deepak Chahar, Shardul Thakur, Imran Tahir, Karn Sharma, Piyush Chawla, R Sai Kishore, Narayan Jagadeesan, KM Asif, Monu KumarPhoto- Twitter


সিএসকে-র ক্রিকেট পরিসংখ্যান2008: আইপিএল রানার্স (চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস)2009: প্লে অফের জন্য যোগ্যতা পেয়েছিলেন, তৃতীয় হয়ে শেষ করে৷2010: আইপিএল চ্যাম্পিয়ন2011: আইপিএল চ্যাম্পিয়ন2012: আইপিএল রানার্স (কেকেআর চ্যাম্পিয়ন)2013: রানার্স আপ (মুম্বই ইন্ডিয়ন্স চ্যাম্পিয়ন)2014: প্লে অফের জন্য যোগ্যতা মান অর্জন করেন,তৃতীয় স্থানে শেষ করেন৷2015: আইপিএল রানার্স (মুম্বই ইন্ডিয়ন্স চ্যাম্পিয়ন)2016: খেলেনি2017: খেলেনি2018: আইপিএল চ্যাম্পিয়ন2019: আইপিএল রানার্স (মুম্বই ইন্ডিয়ন্স চ্যাম্পিয়ন) Photo- Twitter


আইপিএলের কোনও মরশুম নেই, যেখানে সিএসকে ফেভারিট ছিল না এমন হয়েছে৷ এবারের দলেক প্রধান কোচ -স্টিফেন ফ্লেমিং, ব্যাটিং কোচ- মাইকেল হাসি, বোলিং কোচ- লক্ষ্মীপতি বালাজি৷ পাশাপাশি মহেন্দ্র সিং ধোনি ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ফলে এবারের আইপিএল চ্যালেঞ্জ তাঁর সামনে ফের একবার প্রমাণ করার৷ Photo- Twitter