1/ 5


রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ লক্ষ লক্ষ জনতার ৷ করোনা আবহেও এরকম দৃশ্য এখন প্রায় চোখেই পড়ছে না কোনও দেশে ৷ কিন্তু গতকাল, রবিবার রাতে এরকমই বিপুল সংখ্যক জনতার ভিড় আছড়ে পড়েছিল ইজরায়েলের রাজধানী জেরুজালেমের রাস্তায় ৷ Photo Source: Twitter
2/ 5


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনেই জড়ো হয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারীরা ৷ তাঁদের স্লোগান, ‘‘ আপনার সময় শেষ, ‘ক্রাইম’ মিনিস্টার...৷’’
3/ 5


সেদেশের জনতার একাংশের এখন মত, নেতানিয়াহুর সরকার দুর্নীতিগ্রস্থ ৷ সরকারের বিরুদ্ধে ক্ষোভ সে দেশের অধিকাংশ জনতার মধ্যে ক্রমশই বাড়ছে ৷ সেই বিক্ষোভই এবার বড় আকার নিল ৷
4/ 5


নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। এর মধ্যেই গত মে মাসে ভোটে জিতে পঞ্চম বারের জন্য ক্ষমতায় আসেন তিনি।