ব্লু ফিন টুনা। এটাই বিশ্বের সবচেয়ে দামি মাছ। এই মাছ দ্রুত গতিতে জলে সাঁতার কাটতে পারে।
2/ 5
প্রায় তিন মিটার লম্বা ও ২৫০ কেজি পর্যন্ত ওজন হতে পারে এই মাছের। ওমেগা থ্রি তে ভরপুর এই মাছ থেকে ওষুধ তৈরি হয়।
3/ 5
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, জাপানের টোকিওর টোয়োসু মাছের বাজারে বিশালাকার ব্লুফিন টুনা কেনার জন্য $273,000 অর্থাৎ ২ কোটি টাকা বিড করা হয়েছিল। ওই ব্লুফিন টুনার ওজন ছিল ২১২ কেজি।
4/ 5
প্রায় ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এই মাছ।
5/ 5
এই মাছ এখন বিলুপ্তপ্রায় প্রজাতির অন্তর্গত। তাই অনুমতি ছাড়া এই মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে জেল হতে পারে।
বিশ্বের সবচেয়ে দামি মাছ, ৪০ বছর বাঁচতে পারে! দাম শুনলে হা হয়ে যাবেন
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, জাপানের টোকিওর টোয়োসু মাছের বাজারে বিশালাকার ব্লুফিন টুনা কেনার জন্য $273,000 অর্থাৎ ২ কোটি টাকা বিড করা হয়েছিল। ওই ব্লুফিন টুনার ওজন ছিল ২১২ কেজি।