বাড়িতে মাস্ক পরার নিদান দিচ্ছেন চিনের বিজ্ঞানীরা। একটি সমীক্ষায় বেজিংয়ের
১২৪ টি পরিবারের ৪৬০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। সমীক্ষাটি হয় ফেব্রুয়ারির শেষ ও মার্চের গোড়ার দিকে। প্রতিটি পরিবারে অন্তত একজন কোভিড আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্য সংখ্যা ৪-৯। কমবেশি সব পরিবারেই ৩টি প্রজন্ম ছিল।
Representative image
প্রতিটি পরিবারে কোভিড সংক্রমণ ধরা পরার পর, আক্রান্ত ব্যক্তি ছাড়া বাকি সদস্যরা সংক্রমণ ধরা পরার আগে অন্তত চার দিন এবং সংক্রমণ ধরা পরার পর ২৪ ঘণ্টার বেশি সময় সংক্রামিত ব্যাক্তির সংস্পর্শে থেকেছেন। বিজ্ঞানীর খতিয়ে দেখছিলেন কোভিড ধরা পরার ১৪ দিনের মধ্যে কোন কোন ফ্যাক্টর বাকিদের মধ্যে সংক্রমণ বেশি মাত্রায় ছড়িয়ে দিচ্ছে এবং কোন কোন ফ্যাক্টর সংক্রমণ ছড়ানোর মাত্রা কমাচ্ছে।
Representative image