

প্রতারক-জালিয়াতদের প্রতারণার বিষয়ের কখনও কমতি পড়ে না ৷ আলপিন থেকে তাজমহল সব কিছু নিয়েই হতে পারে জালিয়াতি ৷ এমনই অভিনব জালিয়াতি চক্র ধরা পড়েল পুলিশের হাতে ৷ জালিয়াতির নমুনা শুনলে গা ঘিন ঘিন করে উঠতে বাধ্য ৷ ব্যবহার কন্ডোম নিয়ে চলছিল জালিয়াতির ব্যবসা ৷ ব্যবহার করে ফেলে দেওয়া কন্ডোম ধুয়ে ফের প্যাকেটে নতুনভাবে সিল করে চলছিল ব্যবসা ৷


পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গিয়েছে ব্যবহার করে জঞ্জালে ফেলে দেওয়া কন্ডোম সংগ্রহ করে তাকে প্রথমে ধোওয়া হত গরম জলে ৷ তারপর ভাল করে শুকিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস মাখিয়ে সিল করা হত নতুন প্যাকেটে ৷ তারপর তা বিক্রি হতে দোকানে চলে যেত ৷


বেশ অনেকদিন ধরেই ভিয়েতনামের কিছু অঞ্চলে রমরমিয়ে চলছিল এই ব্যবহৃত কন্ডোমের ব্যবসা ৷ গোপন সূত্রে এই জালিয়াতি চক্রের খবর পেয়ে ২২ সেপ্টেম্বর ভিয়েতনামের দক্ষিণ বিন দুয়ং প্রদেশের একটি গুদামঘরে রেড করে পুলিশ৷ হাতেনাতে ধরা পড়ে জালিয়াতি চক্রের বেশ কয়েক জন ৷ তার মধ্যে এক মহিলাও আছে ৷ photo source collected


পুলিশ জানিয়েছে, ওই গুদাম থেকে বহু ব্যবহৃত কন্ডোম ও কন্ডোম ধুয়ে প্যাক করা অনেক সিল প্যাকেট মিলেছে ৷ বাজেয়াপ্ত কন্ডোমের পরিমাণ ৩৬০ কেজি ৷ যা বড় বড় ব্যাগে ভরে ওই ঘরে রাখা ছিল ৷ গুণে গুণে মোট ৩ লাখ ৪৫ হাজার ব্যবহৃত ‘নতুন’ কন্ডোম বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ধৃতরা জানিয়েছে প্রতি কেজি কন্ডোম নতুন করে তোলার জন্য তাদের ০.১৭ ডলার দেওয়া হত ৷