*রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সে দেশের বিভিন্ন পেশার মানুষ বন্দুক হাতে লড়ছেন। যুদ্ধে অংশ নিয়েছেন সিনেমা বা টেলিভিশনের সঙ্গে যুক্ত তারকা, দেহ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ, নববিবাহিত দম্পতি থেকে সমাজের সব স্তরের বাসিন্দারা। ফলে বহু মানুষের সম্পর্কে অজানা তথ্য সামনে আসছে। ঠিক যেমন ঘটেছে ১৮ বছরের এক তরুনী ক্ষেত্রে। ছবি: ইনস্টাগ্রাম।
*বর্তমানে, লুইস রোজোভার মা স্বেতলানা ক্রিভোনোগিখের (Svetlana Krivonogikh) কয়েকশো কোটি মূল্যের (£3.1 মিলিয়ন) মোনাকো ম্যানশনের মালকিন। বিলাসবহুল জীবনযাপন তাঁর। তবে তিনি নিজে কখনও তাঁর মেয়ের বাবা হিসেবে ভ্লাদিমির পুতিনের নাম সামনে আনেননি বা এ বিষয়ে কোনওদিন কোনও মন্তব্য করেননি। তবে লুইজকে রাশিয়ান রাষ্ট্রপতির গোপন সন্তান বলা হয় তাঁকে দেখতে একেবারে পুতিনের মতো হওয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।