

ট্রান্সজেন্ডারদের নিয়ে আমাদের নানা ধারণা রয়েছে। তবে ট্রান্সজেন্ডারের গর্ভবতী হওয়ার ঘটনায় সত্যিই চমকে উঠেছে অনেকে। না এটা কোনও মিরাকেল নয়। এটা সায়েন্স। ঘটনাটি ঘটেছে বস্টনে। Credit: Mikey Chanel


ছোট থেকেই ছেলেদের মতো করে বড় করা হয়েছে মিকিকে। কিন্তু তাঁর মধ্যে সব গুণই ছিল মেয়েদের। শুধু শরীরে পুরুষ অঙ্গ থাকায় তাঁকে ছেলেদের মতো বাঁচতে হচ্ছিল। কিন্তু সব সময় তাঁর আগ্রহ মেয়েদের মতো সাজগোজে। Credit: Mikey Chanel


কিন্তু সমাজ তাকে মেয়েদের মতো জীবন কাটাতে দেয়নি। তাঁকে থাকতে হয়েছে ছেলে সেজে। কিন্তু সে যখন বড় হয়। তখন তার হাঁটা-চলা সব কিছু মেয়েদের মতোই থেকে যায়। Credit: Mikey Chanel


কিন্তু বড় হওয়ার পর সেক্স বা যৌন সম্পর্ক করার পর বা প্রস্রাব করার সময় শরীরে অসুবিধে হতে থাকে মিকির। এরপর সে ডাক্তারের কাছে যায়। তখনই টেস্ট করে দেখা যায় তাঁর শরীরের ভিতরে মেয়েদের ইউটেরাস, ওভারি সব আছে। Credit: Mikey Chanel


এ কথা জানার পর মিকি ডাক্তারদের জানায় সে মা হতে চায়। এর পর ফার্টিলিটি প্রসেসের মাধ্যমে গর্ভবতী হয় মিকি। চার মাসের গর্ভবতী সে। তাঁর শরীরের বাইরের অঙ্গ পুরুষের মতো। আর ভিতরের সব কিছু নারীর দেহের মতো। তাই গর্ভধারণে সক্ষম সে। জীবনের এই পরিবর্তনে খুশি মিকি। এখন সে একজন মেয়ের মতো করেই জীবন কাটায়। Credit: Mikey Chanel