

•ফরাসি ভাষায় পু মুয়া (pour moi)শব্দ দুটোর মানে আমার জন্য! দেখা যাচ্ছে, এই একই নামে যে পোশাক সংস্থা রয়েছে, সে সব দিক থেকেই ভাবনা-চিন্তা করছে স্রেফ আপনারই জন্য!অন্তত সংস্থার তরফে সম্প্রতি প্রকাশিত খবরে চোখ রাখলে তেমনটা বোঝা যাচ্ছে বেশ ভালই৷ যেমন খবর পাওয়া যাচ্ছে তাতে পোশাক প্রস্তুতকারী সংস্থা পু মুয়া আপাতত আপনাকে অর্থ দেবে সারা দিন ধরে শুধু নেটফ্লিক্স দেখার জন্য!Representative Image


•ব্যাপারটা একটু খোলসা করা যাক! সবার আগে না বললেই নয় যে 'পু মুয়া' তৈরি করে থাকে মূলত পাজামা। আরামদায়ক কাপড় আর হালফিলের ফ্যাশনের সঙ্গে তাল রাখা ডিজাইন- এই দুইয়ের তাল মিলিয়ে গোটা বিশ্বে দুর্দান্ত ব্যবসা ফেঁদে ব্যাপক মুনাফা করে চলেছে এই সংস্থা।তবে যত বড় সংস্থাই হোক না কেন, ক্রেতা স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা সবসময়ই মাথায় রাখতেই হয়৷ না হলেই মুশকিল৷Representative Image


•ফলে সেই লক্ষ্যেই নিজেদের পাজামা কতটা আরামদায়ক ক্রেতাদের কাছে, সেটাই যাচাই করতে চাইছে 'পু মুয়া'। বুঝে নিতে চাইছে যে আরামের কথা মাথায় রেখে ক’জন তাদের ব্র্যান্ডের পোশাক কিনতে প্রস্তুত৷ Representative Image


•করোনার সময় প্রায় ২৪ ঘণ্টাই থাকতে হচ্ছে বাড়ির চার দেওয়ালের মাঝে৷ সেই পরিস্থিতিতে সংস্থার তৈরি করা পাজামা কতটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে ক্রেতাকে, সেটাই পরখ করতে চাইছে এই সংস্থা৷ এক্ষেত্রে বাজার চলতি অন্য পাজামা তৈরির ব্র্যান্ডের থেকে তাঁরা এগিয়ে নাকি পিছিয়, তারই পরীক্ষা করতে চাইছে পু মুয়া!Representative Image


•তাই 'পু মুয়া' সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে যে, এ কাজে তারা একজন কর্মী নিয়োগ করবে। বিশ্বের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, নিজের বাড়িতে বসেই এই কাজ করতে পারবেন হেসে-খেলে। Representative Image


•সংস্থাটি লন্ডনের হলেও আপনার সেখানকার বাসিন্দা হওয়ার প্রয়োজন নেই। বিনিময়ে আপনি পাবেন ৩০০ ডলারের সামান্য বেশি!Representative Image


•আবেদন করার আগে একবার জেনে নিন সংস্থার তরফে ঠিক করে দেওয়া কী কী নিয়ম। আপনাকে সোফা বা বিছানায় এক গেলাস ওয়াইন বা এক মগ হট চকোলেট হাতে ঘণ্টার পর ঘণ্টা 'পু মুয়া'-র পাজামা পরে কাটাতে হবে৷ মাঝে মাঝে হেঁসেলে গিয়ে বানাতে হবে পছন্দের উষ্ণ পানীয়। সব মিলিয়ে সংস্থা আপনাকে দেবে ৬টা পাজামা, সেগুলো ঘুরিয়ে-ফিরিয়ে পরে পরে দেখতে হবে। এবং সেগুলো কতটা আরামদায়ক, সেই রিপোর্ট পেশ করতে হবে 'পু মুয়া'-কে।Representative Image