

যমজ বোন, বিয়ে করেছিলেন যমজ ভাইকে৷ ব্রিটানি এবং ব্রায়ানা ডিয়ান সালইয়ার্স এবং তাঁদের স্বামী জশও জেরেমি সালইয়ার্স সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়৷ Photo- Instagram/Salyers Twins


এবার আরও বড় চমক দিল এই যমজ দম্পতি৷ একই সঙ্গে অন্তঃসত্ত্বা হলেন যমজ বোন ব্রিটানি এবং ব্রায়ানা৷ Photo- Instagram/Salyers Twins


নিজেদের ইনস্টাগ্রাম পেজ সালইয়ার্স ট্যুইন্স-এ এ খবর জানিয়েছেন যমজ দম্পতি৷ সেখানে তাঁরা লিখেছেন,'একসঙ্গে আমরা সন্তানধারণ করেছি৷ এই সুখবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে দারুণ উত্তেজিত এবং কৃতজ্ঞ বোধ করছি৷' Photo- Instagram/Salyers Twins


২০১৮ সালে ওহিওতে ট্যুইন্স ফেস্টিভ্যাল ডে-তে যশ এবং জেরেমির সঙ্গে বিয়ে হয় ব্রিটানি এবং ব্রায়ানার৷তার একবছর আগে ওই অনুষ্ঠানেই যমজ ভাই যশ এবং জেরেমির সঙ্গে পরিচয় হয়েছিল ব্রিটানি এবং ব্রায়ানার৷ Photo- Instagram/Salyers Twins


৩৪ বছরের ব্রিটানি এবং ব্রায়ানার হবু সন্তানদের মধ্যে এমনিতেই তুতো ভাই অথবা বোনের সম্পর্কথাকবে৷ উপরি পাওনা হিসেবে তাঁরা একই বংশের সদস্য হতে চলেছে৷ যমজ ভাইকে বিয়ে করে সেটাইনিশ্চিত করে নিয়েছেন দুই যমজ বোন৷ Photo- Instagram/Salyers Twins