হোম » ছবি » বিদেশ » ট্রাম্প মৃত্যু ঘড়ি! টাইম স্কোয়্যার বিরাট বিলবোর্ড মৃত্যু মিছিল গুনছে...
টাঙানো হল ট্রাম্প মৃত্যু ঘড়ি! টাইম স্কোয়্যার বিরাট বিলবোর্ড মৃত্যু মিছিল গুনছে...
Bangla Editor
1/ 5
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে ৮২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ গোটা বিশ্বে সবচেয়ে খারাপ পরিস্থিতি৷ মৃতের সংখ্যা যত বাড়ছে, নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে বিরাট স্ক্রিনজুড়ে ট্রাম্পের মৃত্যু ঘড়ি চলছে৷
2/ 5
টাইম স্কোয়্যারে এই বিশাল বিলবোর্ডটি যিনি তৈরি করেছেন, তাঁর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত ব্যবস্থা নিতেন, তা হলে এই মৃ্ত্যু মিছিল হয়তো এড়ানো যেত৷ সোমবার পর্যন্ত ওই ঘড়ি দেখিয়েছে, নিউ ইয়র্কে মৃতের সংখ্যা দেখাচ্ছে ৪৮ হাজার৷
3/ 5
ঘড়িটি বার্তা দিচ্ছে, করোনা ভাইরাস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকে, তখনই যদি স্কুল, কলেজ বন্ধ ও সোশ্যাল ডিস্টেন্সিং কড়া ভাবে মানার জন্য নির্দেশ দিত ট্রাম্প প্রশাসন, তা হলে এই বিপুল মৃত্যু এড়ানো যেত৷
4/ 5
ঘড়িটি তৈরি করেছেন নিউ ইয়র্কের এক পরিচালক৷ তাঁর নাম ইউজেনি জারেকি৷ তাঁর দাবি, সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করেছিলেন, মার্চের শুরুতেই মার্কিন প্রশাসনের উচিত ছিল ব্যবস্থা নেওয়া৷
5/ 5
জেরেকির কথায়, 'মৃত সৈন্যদের নামের তালিকা যেভাবে স্মৃতিসৌধে খোদাই করা হয়, যাতে আমরা যুদ্ধের প্রকৃত মূল্য বুঝতে পারি, তেমনই প্রেসিডেন্টের দেরিতে সক্রিয় হওয়ার কারণে মৃত্যুর সংখ্যা এভাবে জানান দিয়ে জনগণের প্রতি দায়িত্ব পালন করা হবে।'