সপ্তাহ ঘুরলেই আসছে বিশ্ব প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে ৷ সিঙ্গেল তরুণদের কাছে প্রেমিকার অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার আরও একটি উপলক্ষ ৷ সঙ্গীহীন অর্থাৎ সিঙ্গেল যুবকদের অনেক জ্বালা ৷ মনের কথা বলার মানুষ তো দূর ৷ সিনেমা দেখার সঙ্গিনীর অভাব ৷ শপিং করতে গেলে পার্টনারের অভাব ৷ দোকানে গিয়ে পছন্দ করা টিশার্টের মধ্যে লালের উপর সাদা স্ট্রাইপটা আমাকে ভাল লাগবে না কুল ফিল প্যাস্টেল? সে সব পরামর্শ দেওয়ারও সঙ্গী নেই ৷ এমন বিচিত্র সমস্যার সমাধান নিয়ে হাজির ভিটালিটি সিটি শপিং মল ৷
সিনেমা দেখার সঙ্গী জুটিয়ে দিতে না পারলেও শপিংয়ের জন্য উপযুক্ত পার্টনার খুঁজে দিচ্ছে এই শপিংমল ৷ এখানে আসা নিঃসঙ্গ গ্রাহকদের জন্য হাজির ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ড ৷ না কোনও রোবট নয়, রক্তমাংসের সুন্দরী বুদ্ধিদীপ্ত তরুণী ৷ যারা শপিংয়ের সময় গ্রাহককে সঙ্গ দেবে ৷ পছন্দের বিষয় গল্প করার সঙ্গে সঙ্গে বেছে দেবে মানানসই পোশাকও ৷
মনের মতো গার্লফ্রেন্ড বেছে নেওয়ার সুযোগ পাবেন এই গুয়াংজৌর এই শপিংমলে ৷ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, শপিংমলে ঢোকার পরই পোডিয়ামে অপেক্ষারত কম করে ১৫ জন সুবেশা তরুণীর মধ্যে থেকে মনের মতো সঙ্গীকে বাছাই করে নেওয়া যাবে ৷ তবে তাদের সঙ্গে কাটানো প্রতি ২০ মিনিটের জন্য খরচ করতে হবে মাত্র ১০ টাকা ৷ শুধু শপিং নয়, লাঞ্চ ডেটের জন্যও এখান থেকে সঙ্গী বাছাই করা যেতে পারে জানিয়েছে ভিটালিটি সিটি শপিং মল কর্তৃপক্ষ ৷ Representative Image (Image: Reuters)