সাধারণ পাবলিক প্লেসে বা যেখানে সমস্ত মানুষের যাতায়াত সেখানে পোশাকহীন বা বিবস্ত্র (Nude Restaurant, London) হয়ে যাওটা অসম্ভব হলেও তা শুনতে মোটেও ভাল লাগেনা ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
এই রেস্তোরাঁয় হাজার হজার মানুষ আসেন খাবার খেতে, এক্সট্রা বুকিং এ হয়ে থাকে এখানে ৷ এখানে এই বিষয় জানলে বুঝতে পারা যাবে যে এই রোস্তোরাঁর সমস্ত কর্মীরাই যেমন বেয়ারা, পরিচারক, যিনি খাবার পরিবেশন করেন তিনিও পোশাকহীন ভাবে কাজ করেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
লন্ডনে এমনই একটি রেস্তোরাঁ আছে যেখানে খেতে গেলেই বিবস্ত্র হয়ে খেতে যেতে হয় ৷ দ্য বুনিয়াদি নামে লন্ডনের একটি রোস্তোরাঁ আছে যেটির ২০১৬ সালে (Most Weird Restaurants Of The World) পথ চলা শুরু হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
জাপানের ন্যায়তাইমোরি বা নেকেড সুশি রেস্তোরাঁ জাপান (Nyotaimori or Naked-Sushi Restaurants, Japan) নারীর নগ্ন শরীরের উপরে খাবার রেখে তা পরিবেশন করা হয় ৷ এই অদ্ভূদ ধরনের রেস্তোরাঁ (Most Weird Restaurants Of The World) দেখে সবাই চমকে যাবেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
এই রেস্তোরাঁর মহিলাদের শরীরের উপরে খাবার রেখে দেওয়া হয় তখন ওই নারীকে বেষ্টন করে চারিদিকে বিভিন্ন মানুষ খেতে বসেন ৷ জাপানে এই ধরনের পোশাকহীন শরীরের মহিলাদের চারপাশে বসে খাওয়ার প্রচলন আছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
চিনে বেশ কিছু এমন চমকে যাওয়ার মত থিমের রেস্তোরাঁ আছে (Most Weird Restaurants Of The World) যেখানে গিয়ে মানুষ অনুভব করেন যে তিনি জেলে আছেন (Prison Theme Restaurant, China) স্পেশ্যাল পরিষেবার জন্য এটি বিশেষ ভাবে পরিচিত ৷ এখানে জেলের ভিতরে খাবার পরিবেশন করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
কয়েদি ও জেলারের পোশাক পরে এখানে অতিথি আপ্যায়ন করা হয়ে থাকে ৷ কোনও রকমের অপরাধমূলক কাজ না করেও জেলে গিয়ে বুক ভরে নিঃশ্বাস ও পেট ভরে খাবার খেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
সারা পৃথিবী জুড়ে একের পর এক সৃজনশীলতা দেখতে পাওয়া যায় টয়লেট সিট ব্যবহৃত হয় বাথরুমে ৷ তবে কখনও শোনা যায়নি এই ধরনের সিট বাথরুমে ব্যবহৃত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
চিনে এমন এক রোস্টোরা আছে আছে যেখানে টেবিল চেয়ারে বসে খাবার দাবার খাওয়া হয়না বরং টয়লেট সিটে বসে খাবার খেতে হয় ৷ এখানে খাবার ও পানীয় টয়লেট সিটে বসে খাওয়া বা সেবন করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
এমন এক রেস্তোরাঁর কথা এবার আসছে যেখানে হাওয়ায় ভেসে খাবার খেতে হয় ৷ বেলজিয়ামের এই রেস্তোরাঁ (Restaurant In Air, Belgium) এক্কেবারেই অদ্ভূত ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
যিনি হাওয়ায় ভেসে থাকবেন তাঁকে এই রেস্তোরাঁয় খাবার খাওয়ার জন্য আহ্বান করা হয়ে থাকে ৷ এখান একটি ক্রেনের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ৫০ মিটার উঁচুতে বসে খাবার খাওয়ার অনুভব করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷