• সম্প্রতি নাসা একটি সতর্কতা জারি করে বলেছে, একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নভেম্বর মাসে, মানে মার্কিন নির্বাচনের আগেই সেটির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগতে পারে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে "2018VP1"। ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার Palomar Observatory–থেকে এই গ্রহাণু প্রথম চিহ্নিত করা হয়। (প্রতীকী ছবি)
• এই গ্রহাণু দৈর্ঘ্যে ছোট হলেও শক্তিশালী। এটির দৈর্ঘ্য ০.০০২ কিমি অর্থাৎ সাড়ে ছ’ফুটের কাছাকাছি দাঁড়াবে যখন এটি পৃথিবীর কাছে এসে পৌঁছে যাবে। ক’দিন আগেই একটি গাড়ির আকারের সমান গ্রহাণু পৃথিবীকে পার করে গিয়েছে, পৃথিবীর লোক সেটা বুঝতেই পারেনি। পরে বিজ্ঞানীরা সেই গ্রহাণুর অস্তিত্ত্ব টের পান। (প্রতীকী ছবি)