জার্মানিতে বিয়ার-এর বোতল কম পড়েছে। তাই বিয়ার প্রস্তুতে সমস্যার সম্মুখীন হচ্ছে একাধিক সমস্যা। আর তার প্রভাব পড়েছে জোগানে। জানা গিয়েছে, কাচের জোগান কম থাকায় সমস্যা হচ্ছে। বিয়ারের বোতল প্রস্তুত করা যাচ্ছে না। ফলে বিয়ার উত্পাদন হওয়া সত্ত্বেও বাজারে জোগান নেই। বিভিন্ন কারণে কাচের জোগান নেই জার্মানিতে। গ্লোবাল সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে একাধির কারণে। ফলে কাচ এসে সময়মতো পৌঁছচ্ছে না। জার্মানির বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি গ্রাহকদের কাচের বোতল ফেরত দেওয়ার আর্জি জানিয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু রেস্তোরাঁয় সস-এর বোতলেও টান পড়েছে। ফলে সেখানেও প্রবল সমস্যায় পড়েছেন রেস্তোরাঁর মালিকরা। Huy Fong Foods নামের এক সংস্থা উত্পাদন বন্ধ রেখেছে। যার জেরে আমেরিকায় পপ কর্ন-এর জোগানেও টান পড়েছে।