ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের বর্তমান অবস্থান নিয়ে জল্পনার শেষ নেই । ইতিমধ্যেই তাঁর মাথার দাম হিসেব ১০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই হামজার নাগরিকত্ব প্রত্যাহার করল সৌদি আরব । (ছবি: AFP)
2/ 5
আজই সৌদি প্রশাসনের সরকারি সংবাদপত্র উম আল কারায় প্রকাশিত অভ্যন্তরীণ মন্ত্রকের এক বিবৃতি তাঁর নাগরিকত্ব প্রত্যাহারের বিষয়টি প্রকাশিত হয়েছেন। (ছবি: AFP)
3/ 5
হামজা বিন লাদেনকে খুঁজে দিতে পারলে দেওয়া হবে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার৷ বৃহস্পতিবার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ (ছবি: AFP)
4/ 5
মার্কিন বিদেশ দফতরের মতে পাক-আফগান সীমান্তের কোনও জায়গায় আত্মগোপন করে রয়েছেন হামজা ও সেখান থেকে ইরানেও যেতে পারে হামজা। (ছবি: AFP)
5/ 5
হামজা বিন লাদেন কোথায় রয়েছেন তা নিয়ে বহুদিন ধরেই চলছে নানা জল্পনা৷ কখনও শোনা যাচ্ছে পাকিস্তান, কখনও আফগানিস্তান, সিরিয়া বা ইরানে বন্দি অবস্থায় রয়েছেন জিহাদের রাজকুমার৷ (ছবি: AFP)